বিকেএসপিতে তখন সিটি ক্লাবের বিপক্ষে বোলিং করছেন, এমন সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক সংবাদ বিবৃতিতে জানায়, শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে দলে ডাক পেয়েছেন হাসান মাহমুদ। চোটে পড়া তানজিম হাসান সাকিবের জায়গায় এই ডানহাতি পেসারকে সুযোগ দিয়েছে বিসিবি।
বিকেএসপির চার নম্বর মাঠে চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে মাঠে নেমেছেন হাসান। জানা গেছে, এই ম্যাচ শেষ করে রাতে চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
সর্বশেষ নিউজিল্যান্ড সফরে থাকলেও এবার শ্রীলঙ্কা সিরিজের দলে জায়গা হারান হাসান। তবে তানজিমের চোটে আবার ফিরলেন।
সিরিজের প্রথম ওয়ানডেতে ডান হ্যামস্ট্রিংয়ে চোট পান তানজিম। ৮.২ ওভার বল করার পর পেশির টানে মাঠ ছাড়েন।
যদিও ফিরে এসে পরে ফিল্ডিং করেন। দ্বিতীয় ওয়ানডেতে ১০ ওভার বল করে ৬৫ রান দিয়ে পান ১ উইকেট।
তৃতীয় ওয়ানডের আগে আজ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নেটে বল করার সময় আবার পেশিতে টান পান ডানহাতি পেসার। পরীক্ষা করে দেখা যায়, খেলার মতো অবস্থা নেই তাঁর।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন