আনুষ্ঠানিক বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন মাহি

গত মাসে ভিডিও বার্তায় বিচ্ছেদের ঘোষণা দেন চলচ্চিত্র তারকা মাহিয়া মাহি। এর পর থেকে গণমাধ্যমের সঙ্গে আর কথা বলেননি তিনি। স্বামী রাকিব সরকারও ছিলেন অনেকটাই আড়ালে। তাই কারো কাছ থেকেই জানা যায়নি আনুষ্ঠানিক বিচ্ছেদ কবে হচ্ছে তাঁদের! কিংবা বিচ্ছেদের বেদনা ভুলে তাঁরা কি এক হচ্ছেন আবারও?

কিন্তু সে রকম সম্ভবনা নেই বললেই চলে।

কারণ গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এই অভিনেত্রী। বলেছেন, এরই মধ্যে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে গেছে তাঁদের। গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে কাগজ-কলমে বিচ্ছেদ হয়েছে তাঁর।

 

এ ব্যাপারে তিনি বলেন, ‘আমরা দুজনই চেষ্টা করেছি।

কিন্তু চেষ্টার পরও যখন লাভ হয়নি, তখন সেই চেষ্টাটা ছেড়ে দিয়েছি। একসঙ্গে সম্পর্কে থেকে তিক্ততা তৈরি হওয়ার চেয়ে বন্ধুত্ব থাকা ভালো। সে যেহেতু ফারিশের বাবা, তার সঙ্গে এখনো কথা হয় আমার; যোগাযোগ রয়েছে।’

 

অভিনেত্রী বলেন, ‘তার সঙ্গে ফারিশকে নিয়ে কথা হয়, ফারিশের কী প্রয়োজন সেসব নিয়ে আলোচনা হয় এবং সে খুবই যত্নবান একজন মানুষ।

তার সঙ্গে আমার যদিও সম্পর্ক নেই, কিন্তু সে সন্তান ফারিশের ব্যাপারে এতটাই কেয়ারিং, আমার কাছে মনে হয় পৃথিবীতে এমন বাবা পাওয়া অনেক টাফ।’

 

এর আগে ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় এ তারকা বলেছিলেন, ‘আমরা দুজন মিলেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা আছে। তবে রাকিব খুবই ভালো একজন মানুষ। আমি সম্মান করি তাকে।

সে খুব কেয়ারিং। আমরা দ্রুতই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। সেটা কিভাবে হবে তাও দুজন মিলেই ঠিক করব।’

 

প্রসঙ্গত, এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। তাঁর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন। সংসারে একটি পুত্রসন্তানও রয়েছে তাঁদের। দাম্পত্যজীবনের আড়াই বছর হতেই আলাদা হলেন এই নায়িকা।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন