বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াতে আবেদন করেছেন তার পরিবার। গত ৬ মার্চ খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ আবেদন করেন। আগামী ২৪ মার্চ তাঁর মুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে।
বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আবদুস সাত্তার কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বরাবরের মতো এবার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়েছে। আবেদনে তার স্থায়ী মুক্তি এবং চিকিত্সার জন্য বিদেশ পাঠানোর বিষয়টি উল্লেখ করা হয়েছে।’
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে দুটি শর্তে সরকারের নির্বাহী আদেশে তাকে মুক্তি দেওয়া হয়েছিল ২০২০ সালের ২৫ মার্চ। তখন করোনাভাইরাস মহামারির মধ্যে তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ছয় মাসের জন্য মুক্তি দেওয়া হয়।
এরপর থেকে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ছয় মাস পরপর তার মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়া ২০১৮ সালে ৮ ফেব্রুয়ারি থেকে প্রায় দুই বছর কারাগারে ছিলেন।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন