নতুন মুখ নাহিদ রানাকে নিয়ে প্রথম টেস্টের বাংলাদেশ দল

শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে সিলেটে প্রথম টেস্টের জন্য। এই দলে চমক হয়ে এসেছেন ২১ বছর বয়সী তরুণ ফাস্ট বোলার নাহিদ রানা।

২০২১ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় নাহিদের।

এখন পর্যন্ত ১৫ ম্যাচ খেলে ৬৩ উইকেট নিয়েছেন তিনি। এ ছাড়া ইবাদত হোসেন ও তাসকিন আহমেদ না থাকায় পেস বিভাগে রাখা হয়েছে আরেক তরুণ পেসার মুশফিক হাসানকে। দুজনের অন্তর্ভুক্তি নিয়ে বিসিবির নির্বাচক প্যানেলের সদস্য আবদুর রাজ্জাক বলেছেন, ‘রানা সম্ভাবনাময়। সে সম্ভবত এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে দ্রুতগতির বোলার এবং উইকেট থেকে তীক্ষ্ণ বাউন্সও আদায় করতে পারে।

যদিও কেবল শুরু করল সে। তবে তার প্রথম শ্রেণির রেকর্ড খুব ভালো। স্কোয়াডে মুশফিক হাসান নামে আরেকজন তরুণ পেসার আছে। এসব তরুণ পেসারের জন্য অভিজ্ঞ হয়ে ওঠার এটাই সবচেয়ে ভালো সময়।

কারণ চোটের কারণে ইবাদত বাইরে এবং তাসকিনও এ মুহূর্তে টেস্ট খেলছে না।’

 

প্রথম টেস্টের দলে ফিরেছেন লিটন দাস। সর্বশেষ ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের দলে ছিলেন না তিনি। সব মিলিয়ে ভারসাম্যপূর্ণ দল হয়েছে জানিয়ে রাজ্জাক বলেছেন, ‘আমরা মনে করি, প্রথম টেস্টের দলটা ভারসাম্যপূর্ণ হয়েছে। টেস্ট দল মোটামুটি ঠিক করাই ছিল, নতুন মুখ শুধু নাহিদ রানা।

ছুটিতে থাকায় সর্বশেষ টেস্ট সিরিজে না খেলা লিটন দাস দলে ফিরেছে। সব বিভাগেই বিকল্প আছে। আমার মনে হয় কন্ডিশনের দাবি মেটাতে পারে, এমন দল আমরা করতে পেরেছি।’

 

আগামী ২২ মার্চ থেকে সিলেটে শুরু হবে শ্রীলঙ্কা-বাংলাদেশ প্রথম টেস্ট। চট্টগ্রামে ৩০ মার্চ শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

বাংলাদেশ দল :
নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন দাস, মমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুশফিক হাসান ও নাহিদ রানা।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন