হামাসের ওপর আরো নিষেধাজ্ঞা জারি করল ইইউ

হামাসের ওপর আরো নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন ( ইইউ)। ইইউ-এর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসেছিলেন। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ইইউর কূটনীতিক জোসেপ বরেল জানিয়েছে, হামাসের বিরুদ্ধে আরো বেশ কিছু নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।

অন্যদিকে, ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীরে যে ইসরায়েলিরা ফিলিস্তিনিদের ওপর আক্রমণ করেছে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি, ইউক্রেনের জন্য নতুন প্যাকেজ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৈঠকে।

 

সোমবার ব্রাসেলসে এই বৈঠকে বসেছিলেন পররাষ্ট্র মন্ত্রীরা। সেখানে ইউক্রেন যুদ্ধ, বেলারুশের পরিস্থিতি, মধ্যপ্রাচ্যের অবস্থা নিয়ে আলোচনা হয়।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বরেল বৈঠক পরিচালনা করেন। এদিন বৈঠকের আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে একটি ভিডিও কনফারেন্স করেন তিনি।

 

ইসরায়েলিদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ

বরেল জানিয়েছেন, এই প্রথম পশ্চিম উপকূলের ইসরায়েলিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিল ইইউ। তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণার সিদ্ধান্ত হয়েছে।

অন্যদিকে হামাসের বিরুদ্ধেও আরো নিষেধাজ্ঞা ঘোষণার পরিকল্পনা করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন হামাসকে একটি সন্ত্রাসী বা জঙ্গি সংগঠন বলে মনে করে।

 

এর আগে পশ্চিম উপকূলের ইসরায়েলিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আলোচনায় ভেটো দিয়েছে হাঙ্গেরি। কিন্তু এদিন তারা সহমত হয়েছে বলে জানা গেছে। আমেরিকা এবং যুক্তরাজ্যও ওই এলাকার ইসরায়েলিদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নিয়েছে।

তাদের বিরুদ্ধে অভিযোগ, ওই ইসরায়েলিরা বেআইনিভাবে ওখানে গিয়ে বসবাস করছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী তারা সেখানে যেতে পারে না। অন্যদিকে, তারা ওই এলাকার ফিলিস্তিনিদের ওপরেও আক্রমণ চালিয়েছে। সে কারণেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

 

বৈঠকে জার্মানি অবশ্য একটি কথা স্পষ্টভাবে জানিয়েছে। তাদের বক্তব্য, হামাস এবং পশ্চিম উপকূলের কিছু ইসরায়েলির বিরুদ্ধে নিষেধাজ্ঞা গ্রহণ করা হলেও তারা হামাস এবং ইসরায়েলিদের এক ছকে ফেলছে না। হামাসকে তারা এখনো সন্ত্রাসী সংগঠন বলে মনে করে।

ইউক্রেনের জন্য

এদিন ইউক্রেনের জন্য পরবর্তী প্যাকেজ ঘোষণারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামরিক এবং মানবিক সাহায্যের জন্য ৫ বিলিয়ন ইউরোর একটি প্যাকেজ ঘোষণা করা হবে। নীতিগতভাবে সকলে এ বিষয়ে সহমত হয়েছেন। এক্ষেত্রেও হাঙ্গেরি আগে ভেটো দিয়েছিল।

ভোট পরবর্তী রাশিয়ায় ৩০ জন ব্যক্তির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা ঘোষণার কথাও বলা হয়েছে এদিনের বৈঠকে। নাভালনির মৃত্যুর সঙ্গেও এদের অনেকের যোগ আছে বলে অভিযোগ উঠেছে। এদিন গাজার পরিস্থিতি এবং বেলারুশের পরিস্থিতি নিয়েও দীর্ঘ আলোচনা হয়েছে পররাষ্ট্র মন্ত্রীদের।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন