কবে আসছে ‘পঞ্চায়েত’-এর তৃতীয় সিজন?

ভারতের জনপ্রিয় সিরিজগুলোর মধ্যে সবার ওপরের দিকেই থাকবে ‘পঞ্চায়েত’ সিরিজটি। গ্রামীণ জীবনের মিষ্টি গল্পে নির্মিত সিরিজটি ব্যাপক আলোড়ন ফেলেছিল দর্শকমহলে। সফল দুটি সিজন শেষ করার পর এটির তৃতীয় সিজনের অপেক্ষায় ভক্ত-অনুরাগীরা। ঘোষণা ছিল, নতুন বছরের শুরুতেই আসতে চলেছে সিরিজটির তৃতীয় সিজন।

১৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা এর তৃতীয় সিজনের। তবে ভক্তদের হতাশ করে সেই মুক্তি পিছিয়ে যায়। তবে এবার সিরিজটির আপডেট ঘোষণা করল নির্মাতারা।

 

অ্যামাজন প্রাইম ভিডিওর অন্যতম সফল সিরিজটি অবশেষে মুক্তির অপেক্ষায়।

এর আগে, ১৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল সিরিজটির তৃতীয় সিজনের। তবে ভক্তদের হতাশ করে সেই মুক্তি পিছিয়ে যায়। তবে এবার ভক্তদের জন্য সুসংবাদ হচ্ছে, শিগগিরই আসছে বহুল প্রত্যাশিত এই সিরিজটির তৃতীয় সিজন। অ্যামাজন প্রাইম ভিডিওতে যার ইঙ্গিত দেওয়া হলো বিশেষ প্রমোর মাধ্যমে।

 

অ্যামাজন প্রাইম ভিডিওতে মঙ্গলবার (১৯ মার্চ) একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাইম ভিডিওর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি নতুন ভিডিও শেয়ার করা হয়েছে যেখানে ওটিটি বিশ্বের কিছু বড় শিরোনাম রয়েছে যেমন ‘মির্জাপুর ৩’, ‘পঞ্চায়েত ৩’, ‘পাতাললুক ২’-এর মতো দুর্দান্ত সব সিরিজ। তবে নির্দিষ্ট তারিখ ঘোষণা না করলেও সিরিজগুলো যে মুক্তির কাছাকাছি, তা নিয়ে আর সন্দেহ নেই। 

২০২০ সালে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পায় ‘পঞ্চায়েত’ সিরিজটি। ব্যাপক দর্শকপ্রিয়তা পাওয়ায় ২০২২ সালে এর দ্বিতীয় সিজন আসে।

দ্বিতীয় সিজনটিও দুর্দান্ত সাড়া পায় দর্শকদের কাছ থেকে। গোয়ায় অনুষ্ঠিত ‘৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ইনঅগরাল শ্রেষ্ঠ ওয়েব সিরিজের পুরস্কার পায় সিরিজটি। এতে মুল ভূমিকায় অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার। পঞ্চায়েত সচিবের চরিত্রে তাঁর অভিনয় সর্বাধিক প্রশংসা পায়। আরো রয়েছেন নীনা গুপ্তা, রঘুবীর যাদব, ফয়সাল মালিক, চন্দন রায় ও সানভিকা।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন