ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটনের অবস্থান নিয়ে কয়েক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। গত ১০ মার্চ যুক্তরাজ্যে মা দিবস উপলক্ষে তিন সন্তানসহ কেটের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে কেনসিংটন প্রাসাদ। সম্পাদিত ছবিটি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। কেটকে নিয়ে ধোঁয়াশা তাতে আরো বেড়ে যায়।
এরপর একটি বাজারে কেটের আরেকটি ছবি ও ভিডিও প্রকাশ হলে নতুন বিতর্কের জন্ম হয়। নেটিজেনরা ওই ছবি ও ভিডিওর নানা ‘অসংগতি’ বের করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল রাজবধূ কেটের ছবি প্রকাশ করে বলেছে, এটি ষড়যন্ত্র তাত্ত্বিকদের মুখ বন্ধ করে দেবে এবং তাঁর ভক্ত-অনুরাগীদের আশ্বস্ত করবে। কেট তাঁর পেটের অস্ত্রোপচারের পর ভালোভাবেই সেরে উঠছেন।
গত ১৬ জানুয়ারি কেট মিডলটনের তলপেটে ক্যান্সার নয়, এমন রোগ সারাতে অস্ত্রোপচার করা হয়। তবে এই অস্ত্রোপচার ঠিক কী ধরনের রোগের জন্য করা হয়েছে, নির্দিষ্টভাবে তা জানানো হয়নি। অস্ত্রোপচারের পর থেকে আর কেটকে জনসমক্ষে দেখা যায়নি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন