জকিগঞ্জের ব্যবসায়ী জুবেল খু নে র ২৪ ঘন্টার মধ্যে আসামি গ্রে ফ তা র

সিলেটের জকিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় শহরের ধান-চাল ব্যবসায়ী রুবেল আহমদ জুবেলের মৃত্যুর ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত সাজু আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। 

 

 

 

বুধবার (২০ মার্চ) ভোরে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী ও মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) লিটন চন্দ্র রায় তাকে গ্রেফতার করেন। 

 

গ্রেফতারকৃত সাজু জকিগঞ্জ পৌরসভার পূর্ব মাইজকান্দী (কান্দিগ্রামের) ফুরু মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ।

 

 

এর আগে গত শনিবার  (১৭ মার্চ) রাত সাড়ে আটটার দিকে পূর্ব বিরোধের জেরে গন্ধদত্ত গ্রামের হারিছ আলীর ছেলে রুবেল আহমদ জুবেল(৪৮) কে পৌরশহরে পুরনো লঞ্চঘাট রোডের রুহুল আমিন শায়েকের ধান-চালের দোকানে গিয়ে কাঠমিস্ত্রীর কাজের ব্যবহৃত বাটাল দিয়ে  উপর্যুপরি কুপিয়ে জখম করে পালিয়ে যায় সাজু আহমদ। 

 

 

পরে স্থানীয়রা আহত রুবেল আহমদ জুবেলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে মঙ্গলবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় জুবেল মারা যান। পরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে পুলিশ লাশ হস্তান্তর করে। ওইদিন রাতে জুবেলকে দাফন করা হয়। হামলাকারী সাজু আহমদ সম্পর্কে নিহত জুবেলের বেয়াইর ছেলে। সে পেশায় কাঠমিস্ত্রী।

 

এদিকে, ২৪ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা স্বস্থি প্রকাশ করেছেন। 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন