সাদা বলে হৃদয় জয় করেছেন তাওহিদ হৃদয়। তারই পুরস্কার হিসেবে এবার টেস্ট দলেও ঢুকে পড়লেন এই মিডল অর্ডার ব্যাটার। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে কিপিংয়ের সময় আঙুলে চোট পান মুশফিকুর রহিম। তাতে আগামীকাল শুরু হতে যাওয়া দুই টেস্টের সিরিজ থেকেই ছিটকে পড়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
গতকাল নির্বাচক কমিটির সভায় মুশফিকের বিকল্প হিসেবে তাওহিদ হৃদয়কে বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র।
টেস্ট অভিষেক না হলেও তাওহিদ হৃদয়ের প্রথম শ্রেণির ক্যারিয়ার যথেষ্ট উজ্জ্বল। ২০ ম্যাচে তিন সেঞ্চুরি আর একটি ডাবল সেঞ্চুরি করা এই ব্যাটারের গড় ৪৮.০৫। সঙ্গে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে ইতিমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে জায়গা পাকা করে ফেলায় লাল বলেও হৃদয় খেলার সুযোগ পেতে যাচ্ছেন।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন