ব্যাপক জনপ্রিয়তা কখনো কখনো তারকাদের স্বাভাবিক জীবনকে ব্যাহত করে। ডেকে আনে বিপত্তি। ভক্তদের ভালোবাসা যেমন একজন তারকাকে মহাতারকা বানায়, তেমনি এই ভক্তদের ভালোবাসাই কখনো কখনো কাল হয়ে দাঁড়ায় তারকাদের জন্য। দক্ষিণের সুপারস্টার থালাপতি বিজয়ের সঙ্গে এমনটাই ঘটল সম্প্রতি।
ভক্তদের ভিড়ে গাড়ি ভেঙেচুড়ে একাকার অভিনেতার!
প্রিয় তারকাকে যদি সামনে থেকে দেখা যায় সেই সুযোগ কি কেউ ছাড়ে! কেরালায় এমনই এক দৃশ্য দেখা গেল বিজয়ের সঙ্গে। শ্যুটিংয়ে যাওয়ার পথে অভিনেতার গাড়ি যেন রীতিমতো আটকে দাঁড়াল তাঁর অনুরাগীরা। অভিনেতাকে দেখার জন্য ছিল উপচে পড়া ভিড়। গাড়ি থেকে বিজয়ের নামার মতো অবস্থা নেই।
তবুও কোনওক্রমে গাড়ির দরজা খুলে দুই হাত তুলে সকলের দিকে হাত নাড়লেন। তাতেও তৃপ্ত নয় ভক্তরা। জনপ্রিয় অভিনেতাকে নাগালে না পেয়ে তাঁর বিলাসবহুল গাড়ির ওপরেই উচচে পড়েন অনেকে। উন্মত্ত জনতার ভিড়ে ক্ষতিগ্রস্থ হয় তারকার গাড়ি।
এই মুহূর্তে কেরালায় চলছে বিজয়ের আসন্ন ‘গ্রেটেস্ট অফ অল টাইম’ সিনেমার শ্যুটিং। বিজয় সেখানে আসছেন শুনেই বিমানবন্দরের বাইরে ভিড় জমিয়েছিল অগণিত ভক্ত। অভিনেতাকে এক ঝলক দেখে শান্ত হননি, হোটেল পর্যন্ত গাড়ির পেছনে একপ্রকার ধাওয়া করল অনুরাগীদের একাংশ। এই রকম পরিস্থিতিতে গাড়ির একাধিক অংশ ক্ষতিগ্রস্থ হয়। গাড়ির কাচও ভেঙে যায়।
সেই মুহূর্তের ভিডিওটি ভাইরাল হয়েছে ইন্টারনেটে।
বিজয়ের গাড়ির একাংশ
প্রায় ১৪ বছর বছর কেরালায় পা রাখলেন অভিনেতা। বিজয়কে দেখে ভক্তরা যে উচ্ছ্বাসে ফেটে পড়বেন সেটা আগে বুঝতে পারেননি বিজয়ের নিরাপত্তারক্ষীরা। একাধিক ভারতীয় প্রতিবেদন অনুসারে, প্রচণ্ড ভিড়ের মাঝে গাড়ির ক্ষতি হলেও অভিনেতার তেমন কোনো আঘাত লাগেনি। জানা গেছে, শ্যুটিংয়ের জন্য আগামী কয়েক সপ্তাহ তিরুঅনন্তপুরমেই থাকবেন অভিনেতা।
বিজয়কে সর্বশেষ দেখা গেছে ‘লিও’ চলচ্চিত্রে। ক্যারিয়ারে প্রায় ৬৮টি তামিল চলচ্চিত্রে অভিনয় করেছেন বিজয়। বক্স অফিসে রাজত্ব করছেন এখনো। খুব অল্প সময়ের মধ্যেই নিজের বিশাল সংখ্যক ভক্ত অনুরাগী তৈরি করেছেন অভিনেতা। এখন রাজনীতির ময়দানেও নামতে যাচ্ছেন তিনি। ইতোমধ্যেই নিজের রাজনৈতিক দলের নাম ঘোষণা করে ফেলেছেন। একাধিক প্রতিবেদন অনুসারে, ২০২৬ সালে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনের আগেই নতুন দলে চমক দিতে চলেছেন দক্ষিণী তারকা। রাজনীতির মাঠে বিজয়ের চোখ বিধানসভা নির্বাচনকে ঘিরেই। নিজের আসন্ন সিনেমার শুটিং শেষে পুরোদমে রাজনীতির মাঠেই নেমে যাবেন বিজয়, এমনটা জানিয়েছেন অভিনেতা নিজেই।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন