যুক্তরাষ্ট্র ও কানাডায় যাচ্ছে আরো ছয় শতাধিক রোহিঙ্গা

যুক্তরাষ্ট্র ও কানাডায় যাওয়ার সুযোগ পাচ্ছে আরো ছয় শতাধিক রোহিঙ্গা। তাদের মধ্যে যুক্তরাষ্ট্র পাঁচ শতাধিক ও কানাডা ১১৭ জন রোহিঙ্গা নেবে। এর আগেও কয়েকজন রোহিঙ্গা নিয়েছে দেশ দুটি।

কানাডা সরকার যাদের নিচ্ছে, এরই মধ্যে তাদের চিহ্নিত করা হয়েছে।

নিরাপত্তা ছাড়পত্র পেলেই তারা উড়াল দিতে পারবে কানাডায়। আর যুক্তরাষ্ট্র ৫০৩ জন রোহিঙ্গা নিতে পারে। গত দুই বছরে যুক্তরাষ্ট্র ও কানাডায় ৮৬ জন রোহিঙ্গার আশ্রয় মিলেছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

সূত্র জানায়, যেসব রোহিঙ্গার কোনো স্বজন নেই, অসহায় এমন দেখে কানাডা ও আমেরিকা নেওয়ার জন্য নির্বাচন করা হচ্ছে। ২০২২ সালের এপ্রিল মাসে প্রথম দফায় কানাডা সরকার নিহত মুহিবুল্লার পরিবারের সদস্যসহ ২৪ জনকে নিয়ে যায়। এরপর যুক্তরাষ্ট্র সরকার একই বছর ডিসেম্বর মাসে আরো ৬২ জনকে নিয়ে যায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন করে ১১৭ জন রোহিঙ্গাকে নিরাপত্তা ছাড়পত্রের জন্য কিছুদিন আগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

রোহিঙ্গাদের তালিকা পাঠিয়ে জরুরি নিরাপত্তা ছাড়পত্রের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে পাঠাতে বলা হয়েছে।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন