তরুণরাই এগিয়ে নেবে বাংলাদেশ-চীন সম্পর্ক: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ-চীনের সম্পর্ক আরো এগিয়ে নিতে এবং মজবুত করতে কাজ করবে দুই দেশের তরুণরা। তাদের উদ্ভাবনি শক্তি, উদ্দীপনার ওপর ভর করে তৈরি হবে দুই দেশের সম্পর্কের নতুন দিগন্ত।

বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় ঢাকার বারিধারায় চীনা দূতাবাস আয়োজিত ‘রামাদান গ্যাদারিং উইথ চায়না’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

বাংলাদেশ সরকার, রাজনৈতিক দল, সামরিক, বিশ্ববিদ্যালয়, গণমাধ্যম ও বিদেশি মিশনের দেড় শতাধিক যুব প্রতিনিধি অনুষ্ঠানে অংশ নেন।

 

ইয়াও ওয়েন বলেন, যে কোনো দেশকে এগিয়ে নিতে সব সময়ই তরুণরাই মূল ভূমিকা পালন করে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অগ্রগতি অর্জন করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের উন্নয়নের সম্ভাবনা নিয়ে আশাবাদী।

তিনি আরো বলেন, ‘এই অর্জন সাড়ে চার কোটি বাংলাদেশি তরুণের সক্রিয় ভূমিকা থেকে অবিচ্ছেদ্য। তারা প্রাণশক্তি ও উদ্ভাবনী চেতনায় পূর্ণ এবং স্মার্ট বাংলাদেশ ও সোনার বাংলা নির্মাণকে এগিয়ে নেওয়ার মেরুদণ্ড।

 

রাষ্ট্রদূত ইয়াও বলেন, ‘চীন ও বাংলাদেশের মধ্যে যুব বিনিময়কে আরো জোরদার করতে, তাদের সম্ভাবনাকে উদ্দীপিত করতে এবং দুই দেশ ও বিশ্বব্যাপী ভবিষ্যৎ উন্নয়নে নতুন আশা ও ইতিবাচক শক্তির ইনজেক্ট করার জন্য উন্মুখ।’

অনুষ্ঠানে চীনা দূতাবাসের তরুণ কূটনীতিকরা ব্যবসা-বাণিজ্য ভ্রমণ তথ্য প্রযুক্তিসহ একাধিক খাতে বাংলাদেশিদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবং আগামীর সম্ভাবনার বিভিন্ন খাতের কথা তুলে ধরেন। তারা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই হবে চতুর্থ শিল্প বিপ্লব। তরুণ কূটনীতিকরা দাবি করেন, চীনের মতোই বাংলাদেশও জিডিপিকে এগিয়ে নিতে হলে তরুণদের অংশগ্রহণের কোনো বিকল্প নাই।

তারা বিশ্বের বিভিন্ন দেশে চীনের বিনিয়োগের চিত্রও তুলে ধরেন।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন