আইপিএল মাতাবেন যেসব বলিউড তারকা

বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর আইপিএল। ২০০৮ সালে শুরু হয়েছিল টি-টোয়েন্টি ক্রিকেটের এই গ্র্যান্ড সফর। ক্রিকেটপ্রেমীদের কাছে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে বরাবরই বাড়তি আকর্ষণ থাকে। এ বছরও আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে আগ্রহের শেষ নেই সবার।

জানা যাচ্ছে, এবারও আইপিএলের সূচনালগ্নে হাজির থাকবেন বলিউডের মহারথীরা। 

 

শুক্রবারের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা মিলবে বলিউডের অক্ষয় কুমার ও টাইগার শ্রফের। এর পাশাপাশি থাকবেন এ আর রহমান, সোনু নিগমের মতো গায়ক। নাচে-গানে জমবে এবারের আসর।

 

এ বছরের অনুষ্ঠানের নাম রাখা হয়েছে ‘রাইজ এজ ওয়ান’ অর্থাৎ একসঙ্গে মিলে উত্থান। সব মিলিয়ে এক ঘণ্টার অনুষ্ঠানটি সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে শুরু হবে। বিনোদন ছাড়াও ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনের সব মহারথীরা হাজির থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে।

মুক্তির অপেক্ষায় অক্ষয়-টাইগার জুটির ‘বাড়ে মিয়া ছোটে মিয়া’।

 আর সিনেমাটির প্রচারণার লক্ষ্যেই আইপিএলের মাঠে ছুটে যাবেন অক্ষয়-টাইগার। এরপর গানে গানে স্টেডিয়ামের দর্শক-শ্রোতা মাতাবেন সংগীতের মহারথী এ আর রহমান ও সনু নিগম। উদ্বোধনী অনুষ্ঠান শেষ হলেই টসের জন্য মাঠে নামবেন দুই অধিনায়ক। প্রথম ম্যাচ শুরু হবে রাত ৮টায়। আইপিএলের বাকি ম্যাচগুলো শুরু হবে যথাক্রমে দুপুর ৩টা ৩০ মিনিটে এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন