ভোর রাতের বৃষ্টি যথাসময়ে খেলা শুরু হওয়া নিয়ে সংশয় জাগিয়েছিল। তবে সকাল হতে না হতেই সিলেটে রোদ ঝলমলে আকাশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচে টস জয়ের হাসিও হেসেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জেতার পর যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন, সেটিও এক অর্থে বিরলই।
কারণ দেশের মাটিতে টসজয়ী বাংলাদেশ অধিনায়ক শেষবার আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ৯ বছর আগে। ২০১৫ সালের এপ্রিলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ফিল্ডিং নিয়েছিলেন তখনকার অধিনায়ক মুশফিকুর রহিম। এত বছর পর নাজমুলের নেতৃত্বে আগে বোলিং করতে নামা বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে নাহিদ রানার।
সবশেষ বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে ঘণ্টায় ১৪৯.৭ কিলোমিটার গতিতে বোলিং করে আরো নজর কাড়া এই তরুণ পেসার অবশ্য প্রথম শ্রেনীর ক্রিকেটেও পারফরম করে আসছিলেন।
এই সিরিজের দলে আছেন আরেক তরুণ পেসার মুশফিক হাসানও।
ম্যাচের আগেরদিন হেড কোচ চন্দিকা হাতুরাসিংহে তাঁদের উচ্ছ্বসিত প্রশংসা করে বলেছিলেন, ‘দুইজন যদি না-ও হয়, অন্তত একজনকে এই ম্যাচে দেখার জন্য মুখিয়ে আছি আমি।’
শেষপর্যন্ত এঁদের মধ্যে অভিষেক হলো নাহিদের। বাংলাদেশের ১০৩তম ক্রিকেটার হিসেবে অধিনায়ক নাজমুলের কাছ থেকে টেস্ট ক্যাপ বুঝে নেন তিনি।
শরিফুল ইসলাম ও সৈয়দ খালেদ আহমেদের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে খেলছেন তিনি।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন