অল্প কিছুদিন হলো নতুন জীবন শুরু করেছেন অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত শানু স্বাগতা। দ্বিতীয় বিয়ের পর থেকে খোশ মেজাজেই আছেন তিনি। বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবি দেখে সেরকম অনুমান তার ভক্তদের। তবে বিয়ের পরপই সংবাদ মাধ্যমে তাদের প্রণয় ও বিয়ে নিয়ে কথা বলছিলেন।
সেটা দেখে অনেকেই নেতিবাচক মন্তব্যও দেখেছেন। প্রথম বিয়ে ভাঙার পেছনে অনেকেই দায়ি করছেন স্বাগতাকে।
সেসব নিয়ে গত ১৯ মার্চ মঙ্গলবার ভিডিওতে কথা বলেছেন এই অভিনেত্রী। যেহুতু দ্বিতীয় বিয়ে নিয়ে ভক্তরা কথা বলেছেন তাই স্বাভাবিকভাবে অভিনেত্রী ভিডিওতে বার্তা দেন কেন তিনি প্রথম সংসার ছেড়ে এসেছেন।
তিনি বলেন, ‘বিয়ের আগে জীবন থাকে এক রকম। আবার সংসার জীবনে পা দেওয়ার পর জীবন হয়ে যায় অন্য রকম। অনেক সময় দুটো জীবনের ব্যবধান হয় অনেক বেশি। দেখা যায় একসঙ্গে সংসার করা কঠিন হয়ে যায়।
আমাদের একটাই জীবন। যদি কোনো মানুষ আপনার জীবনকে নরক বানিয়ে বসে, জীবিত অবস্থায় আপনার সঙ্গে খারাপ অনেক কিছু ঘটে, তাহলে তার সঙ্গে কি সংসার করতে পারবেন? অবশ্যই পারবেন না।’
তিনি জানান, তাদের বিয়ে হয় ২০১৫ সালে। প্রথম বিয়ের সাত বছরের মাথায় বিচ্ছেদের পথে হাঁটতে হয় তাকে। সাত বছর সংসার করতে গিয়ে মানসিক ও শারীরিকভাবে তাঁকে চাপের মধ্যে থাকতে হয়েছে।
যে কারণে একসময় তাঁকে বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। তিনি বলেন, ‘আমি আমার স্কুলের বন্ধুদের মধ্যে একমাত্র সেলিব্রিটি। আমার স্কুলের বন্ধুদের মধ্যে সবার পরে আমার ডিভোর্স হয়েছে। আমার ক্লাসের ৮০ ভাগ মেয়ের ডিভোর্স হয়ে গেছে। তারা তো সেলিব্রিটি না। শুধু আমাদের সঙ্গে ঘটলেই আপনারা উল্টাপাল্টা মন্তব্য করেন। আপনাদের মন্তব্যের কারণে আমি সেলিব্রিটি হয়েও সাত বছর মার খেয়েছি, মা-বাবাকে নিয়ে যা ইচ্ছা তা–ই শুনেছি। তারপরও আমি সম্পর্ক থেকে বের হতে চাইনি। কারণ, আপনারা গালিগালাজ করবেন। কষ্ট করেও আমি সংসার করতে চেয়েছি। আমি ধৈর্য ধরেছি। চেষ্টা করেছি যেন সব ঠিক হয়ে যায়। কিন্তু হয়নি। উপলব্ধি হয়েছে, একটাই জীবন। আপনাকে মেরে ফেলার অধিকার কারও নেই। কেউ আপনার গায়ে হাত দিতে পারে না। এটার প্রতিবাদ আমি শৈশব থেকে করে এসেছি, তারপরও আমি সাত বছর এত কিছু সহ্য করেছি।’
স্বাগতার এসব বিষয়ে জানতে কালের কন্ঠের পক্ষ থেকে যোগাযোগ করা তার সাবেক স্বামীর সঙ্গে। জানা যায় তিনি এখন চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন। হাসপাতাল থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কালের কন্ঠ কে তিনি বলেন, ‘স্বাগতার এসব বিষয়ে আমি কিছু বলতে চাই না। তার জীবন ও ক্যারিয়ার নিয়ে আমার দিক থেকে সবসময় শুভ কামনা থাকবে। স্বাগতা অনেক যোগ্য একজন মানুষ। গুণী মানুষ এবং গুণী শিল্পী। আমার পক্ষ থেকে অনেক শুভ কামনা।’
অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিযোগ ছাড়া কোনো মানুষ নেই। কিন্তু আমার কোনো অভিযোগ নেই। আমি মানুষের কাছ থেকে অনেক সম্মান ও ভালোবাসা পেয়েছি। আমি খুব হ্যাপি। তবে এসব নিয়ে যত বেশি কথা হবে তত বেশি মানুষের কাছে মিডিয়া নিয়ে বাজে ধারণা যাবে। আমি সেটা করতে চাই না। আমাদের একটা পরিবার আছে। আত্নীয় স্বজন আছে। তাই এসব নিয়ে যত কথা বলব ততবেশি মানুষের কাছে নেতিবাচক বার্তা যাবে। শুধু তাই না, আমি একটা মেয়েকে জাস্টিফাই করতে চাই না। আমি বিশ্বাস করি স্বাগতা ভালো মানুষ। সে নতুন একটা সংসার শুরু করেছে। একজন ভালো মানুষের সঙ্গে সংসার শুরু করেছে। তার নতুন জীবনের জন্য শুভ কামনা।’
এ সময় তিনি বলেন, ‘আমি কোনো সেলিব্রেটি না। সাধারণ মানুষ। সাধারণ পরিবারের মানুষ। শুধু এতটুকু বলতে পারি আমাদের সাধারণ পরিবারের মানুষেরা ডিভোর্স বা নির্যাতন করর জন্য বিয়ে করে না। তবে আমি চাইবো তার নতুন জীবন সুন্দর হোক।’
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন