ওয়েস্ট এন্ড হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকার ঐতিহ্যবাহী ওয়েস্ট এন্ড হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অুনষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার (২২ মার্চ) ঢাকার ঐতিহ্যবাহী ওয়েস্ট এন্ড হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্কুলের নিজস্ব প্রাঙ্গণে দোয়া ও ইফতার মাহফিল অুনষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি এএফএম আব্দুর রহমান, ডিআইজি (ইন্টেলিজেন্স) মোহাম্মাদ আজাদ মিয়া, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ মোহাম্মাদ হুমায়ুন কবির, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহসভাপতি হাজী মোহাম্মাদ ইউনুস সুমন, আজফার উজ জামান সোহরাব ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুলফিকার আলী মবু। 

ইফতার পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওয়েস্ট এন্ড হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডাক্তার খান আবুল কালাম আজাদ।  

এছাড়া অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ওয়েস্ট এন্ড হাই স্কুলের গর্বিত বিশিষ্ট গুনিজন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ স্কুলের বিভিন্ন ব্যাচের কৃতি প্রাক্তন ছাত্ররা।

জিবি নিউজকে একান্ত সাক্ষাৎকারে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহসভাপতি হাজী মোহাম্মাদ ইউনুস সুমন বলেন, "স্কুলের বিভিন্ন ব্যাচের প্রতিষ্ঠিত প্রাক্তন ছাত্রদের নিয়ে আমরা আনন্দঘন পরিবেশে ইফতার করেছি। আমাদের ঢাকা-৭ আসনের মা-মাটি ও মানুষের নেতা সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম সাহেব এবং আমাদের প্রধান শিক্ষকও উপস্থিত ছিলেন। আমাদের কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের নেতৃতে সুশৃঙ্খলভাবে সুন্দর একটি ইফতার মাহফিল, হয়েছে। দোয়া করি আগামীতে আমাদের ইফতার মাহফিল ও অন্যান্য অনুষ্ঠানাদী যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারি। সকলে আমাদের জন্য দোয়া করবেন।।"

দোয়া ও ইফতার মাহফিলের শেষে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম মত বিনিময় করেন। এসময় ঢাকার ঐতিহ্যবাহী ওয়েস্ট এন্ড হাই স্কুলের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য দিকনির্দেশনালমূলক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন