এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নেমেছেন মুস্তাফিজুর রহমান। আইপিএলের সবচেয়ে সফল দলটির হয়ে আজ অভিষেক হয়েছে এই বাঁহাতি পেসারের। প্রথম ম্যাচ কী দুর্দান্তভাবেই না রাঙালেন মুস্তাফিজ। চার ওভার বোলিং করে ৩০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি।
এরমধ্যে প্রথম ২ ওভারেই সাত রান দিয়ে ৪ উইকেট নিয়ে নেন মুস্তাফিজ। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেছিল রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফাফ দু প্লেসিস ও বিরাট কোহলির ওপেনিং জুটির রান যখন ৪১, তখন আক্রমণে আসেন মুস্তাফিজুর রহমান। প্রথম ওভারেই এই বাঁহাতি পেসার ফাফ দু প্লেসিস ও রজত পাতিদারকে ফেরান।
রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ দিয়ে ৩৫ রানে আউট হন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক। তাঁর ইনিংস সাজানো ৮ চারে। শূন্য রানে পাতিদার ক্যাচ দেন উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনির হাতে। নিজের ব্যক্তিগত দ্বিতীয় ওভারে বোলিং এসে আরো দুই উইকেট নেন মুস্তাফিজ।
এবার তিনি ফেরান বিরাট কোহলি ও ক্যামেরণ গ্রিনকে। জাদেজার হাতে ক্যাচ দিয়ে কোহলি আউট হন ২১ রানে। গ্রিন আউট হন মুস্তাফিজের বলের বোল্ড হয়ে।
শেষ দুই ওভারে অবশ্য আর কোনো উইকেট নিতে পারেননি মুস্তাফিজ।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন