দ্রুততম গোলের রেকর্ড গড়ে ফ্রান্সকে হারাল জার্মানি

ম্যাচের আয়ু তখন সবে ৭ সেকেন্ড! গ্রুপানা স্টেডিয়ামে দর্শকরা ঠিকমতো বসে উঠার আগেই ফ্লোরিয়ান ভাইরটজের গোল! কিক অফের বল পেয়ে টনি ক্রুস চিপ করে পাঠান ভাইরটজকে। বক্সের বাইরে থেকে নেওয়া শটে ফরাসিদের অবাক করে দিয়ে বল জালে জড়িয়ে দেন লেভারকুসেন প্লে মেকার। ক্যারিয়ারে প্রথম আন্তর্জাতিক গোলেই রেকর্ড বইয়ের পাতাটা ওলট পালট করালেন ভাইরটজ। জার্মানির ইতিহাসে এটা দ্রুততম গোল।

 

 

তাঁর আগে দ্রুততম গোলের রেকর্ড ছিল লুকাস পোডলস্কির। ২০১৩ সালে ইকুয়েডরের বিপক্ষে ওই গোলটি করেছিলেন পোডলস্কিক। ভগ্নাংশের ব্যবধানে দ্রুততম গোলে তাঁকে পেছনে ফেললেন ভাইরটজ। তাঁর রেকর্ড গড়া গোলের সঙ্গে কাই হাভার্টজের লক্ষ্যভেদে ফ্রান্সকে তাদের মাটিতেই প্রীতি ম্যাচে ২-০ গোলে হারিয়েছে জার্মানরা।

 

 

সর্বশেষ চার ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের এটা প্রথম জয়। নিজেদের মাটিতে ইউরো শুরুর আগে ফরাসিদের বিপক্ষে এ জয় নিশ্চিতভাবে আত্মবিশ্বাসে বাড়তি জালানি যোগেন জুলিয়ান নাগলসম্যানের দলকে। ফ্রান্সের বিপক্ষে জয়ের পর জার্মানির কোচ বলছিলেন,‘ আমরা ভালো শুরু করেছিলাম। এবং শুরুটা হয়েছিল আমাদের পরিকল্পনা অনুযায়ী।

এই ম্যাচ থেকে আমাদের আত্মবিশ্বাস বাড়বে। আজ আমরা দারুণ খেলেছি। সঠিক পথেই আছি আমরা।’

 

২০২১ সালের পর জার্মানির হয়ে প্রথম ম্যাচ খেললেন টনি ক্রুস। দুর্দান্ত জয়ে ফেরাটা রাঙালেন রিয়াল মাদ্রিদ তারকা।

মঙ্গলবার নিজেদের পরের ম্যাচে জার্মানি খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে অন্যদিকে ফ্রান্সের প্রতিপক্ষ চিলি।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন