ফেডারেল জাজ ট্রাম্পের ‘পাবলিক চার্জ’ ইমিগ্রেশন বিধি বাতিল করলেন

-মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকে :যুক্তরাষ্ট্রের এক ফেডারেল জাজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচিত ‘পাবলিক চার্জ’ ইমিগ্রেশন বিধিটি বাতিল করে দিয়েছেন। গত ২ নভেম্বর ইলিনয় স্টেটের শিকাগো ডিস্ট্রিক্ট জাজ গ্যারি ফেনারম্যান এই আদেশ দেন। আদেশটি পুরো যুক্তরাষ্ট্রের জন্য প্রযোজ্য বলে উল্লেখ করা হয়। এর ফলে সম্প্রতি অভিবাসন প্রত্যাশীদের গ্রীন কার্ড পাওয়ার ক্ষেত্রে যে একটি বড় বাধা সৃষ্টি করা হয়েছিল তা সাময়িকভাবে দূর হলো। কুক কাউন্টি এবং ইলিনয় কোয়ালিশন অফ ইমিগ্রান্ট অ্যান্ড রিফিউজি রাইটস সম্প্রতি শিকাগোর আদালতে ‘পাবলিক চার্জ’ ইমিগ্রেশন বিধির বিরুদ্ধে চ্যালেঞ্জ করে মামলাটি দায়ের করেছিল। ট্রাম্পের ওই ‘পাবলিক চার্জ’ ইমিগ্রেশন বিধি অনুযায়ী একজন অভিবাসী প্রত্যাশীকে গ্রীন কার্ড পেতে হলে আগে তাকে আর্থিক স্বচ্ছলতা সম্পর্কিত একটি পরীক্ষা দিতে হয়। অর্থাৎ এই বিধি অনুযায়ী কোনো অভিবাসন প্রত্যাশীর যদি মার্কিন সরকারের দেয়া ‘ফুড স্ট্যাম্প, হাউজিং ভাউচার, মেডিকেয়ার ইত্যাদি সুবিধা ব্যবহার করার সম্ভাবনা আছে বলে মনে হয় তবে কর্তৃপক্ষ গ্রীন কার্ডের জন্য তাকে অযোগ্য ঘোষণা করবে। অর্থাৎ গ্রীন কার্ড প্রত্যাশীদের প্রমাণ করতে হবে যে তারা আর্থিকভাবে স্বচ্ছল অর্থাৎ দেশটির জন্য বোঝা হবেন না কিংবা ‘পাবলিক বেনিফিট’ এর ওপর নির্ভর করবেন না। রায়ে বিচারক গ্যারি ফেনারম্যান ট্রাম্প প্রশাসনের নতুন ওই ‘পাবলিক চার্জ’ বিধির বিভিন্ন অস্বচ্ছতা ও ত্রুটির কথা উল্লেখ করে এটিকে একটি স্বেচ্ছাচারিতার নিয়ম বলে আখ্যায়িত করে বাতিল করেন। যুক্তরাষ্ট্রব্যাপী এই আদেশ কার্যকর বলে তিনি উল্লেখ করেন। তবে ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে ধারণা করা হচ্ছে। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টেই এই বিধি সম্পর্কিত আইনি লড়াইয়ের নিষ্পত্তি হতে পারে। ‘পাবলিক চার্জ’ বিধিটি ২০১৮ সালের সেপ্টেম্বরে ঘোষণা করা হয়। বিভিন্ন চড়াই-উৎরাইয়ের পর সম্প্রতি আইনের বৈধতা নিয়ে বিধিটি কার্যকর করা হয়েছিল। এমনিতেই ফেডারেল ইমিগ্রেশন আইনে যুক্তরাষ্ট্রে অভিবাসী প্রত্যাশীদের ‘পাবলিক চার্জ’ পরীক্ষা দেয়ার নিয়ম রয়েছে। তবে ট্রাম্পের এই নতুন বিধিতে অভিবাসী প্রত্যাশীদের অযোগ্য ঘোষণার বিষয়ে আরও ব্যাপক পরিসওে প্রোগ্রাম অন্তর্ভুক্ত করা হয়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন