ইসরায়েলি হামলায় সহায়তা নিতে আসা ৯ ফিলিস্তিনি নিহত

গাজা উপত্যকার উত্তরে একটি সহায়তা বিতরণ পয়েন্টে শনিবার অপেক্ষা করার সময় ইসরায়েলি হামলায় ৯ জন নিহত এবং আরো কয়েক ডজন মানুষ আহত হয়েছে। হামাস শাসিত ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি দখলদার সেনাবাহিনীর ট্যাংকের গোলা ও গুলিতে অন্তত ৯ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে। তারা গাজা শহরের উপকণ্ঠে কুয়েত গোলচত্বরে ত্রাণবাহী ট্রাকের জন্য অপেক্ষা করছিল।

 

অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা এ ঘটনা খতিয়ে দেখছে।

মাত্র এক সপ্তাহ আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় কুয়েত গোলচত্বরে সহায়তা চাইতে আসা ২০ জনের মৃত্যুর জন্য ইসরায়েলি হামলাকে দায়ী করেছিল। কিন্তু সেনাবাহিনী সেই অভিযোগ অস্বীকার করে।

এদিকে জাতিসংঘ সমর্থিত খাদ্য মূল্যায়ন সংস্থা সোমবার সতর্ক করে বলেছে, গাজার জনসংখ্যার অর্ধেক ‘বিপর্যয়কর’ ক্ষুধার সম্মুখীন হচ্ছে।

জরুরি হস্তক্ষেপ না করলে মে মাসের মধ্যে এই অঞ্চলের উত্তরে দুর্ভিক্ষ দেখা দিতে পারে।

 

সাহায্য সংস্থাগুলো গাজায়, বিশেষ করে উত্তরে প্রবেশাধিকার অর্জনে বিশাল অসুবিধার কথা বলার সঙ্গে একটি দুর্ভিক্ষ আসছে বলে জাতিসংঘ কয়েক সপ্তাহ ধরে সতর্ক করছে।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন