স্যামসনের ঝোড়ো ব্যাটিংয়ে জয়ে শুরু রাজস্থানের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭তম মৌসুম জয় দিয়ে শুরু করেছে রাজস্থান রয়্যালস। আজ দিনের প্রথম ম্যাচে অধিনায়ক সঞ্জু স্যামসনের ৫২ বলে অপরাজিত ৮২ রানের ঝোড়ো ব্যটিংয়ে ৪ উইকেট হারিয়ে ১৯৩ রান তোলে রাজস্থান। পরে বোলারদের নৈপুণ্যে লখনউ সুপার জায়ান্টসকে থামায় ১৭৩ রানে। ২০ রানের জয়ে টুর্নামেন্ট শুরু করল প্রথম আসরের চ্যাম্পিয়নরা।

 

জয়পুরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি রাজস্থানের। দলীয় ১৩ রানে হারায় ওপেনার জস বাটলারের উইকেট। আরেক ওপেনার জায়সাওয়াল ফেরেন ২৪ রান করে। ৪৯ রানের মধ্যে দুই উইকেট হারানোর পর দলকে টেনে তোলেন স্যামসন ও রিয়ান পরাগ।

এই দুজন তৃতীয় উইকেটে ৫৯ বলে যোগ করেন ৯৩ রান। পরাগ ২৯ বলে ৪৩ রানে আউট হলে ভাঙে এই জুটি।

 

এরপর শিমরন হেটমায়ার ফেরেন ৭ বলে ৫ রান করে। শেষ দিকে স্যামসনের সঙ্গে ধ্রুব জুরেলের ১২ বলে ২০ রানের ইনিংসের বড় পুঁজি পায় রাজস্থান।

লখনউয়ের হয়ে ২টি উইকেট নেন নাভিন উল হক। 

 

১৯৪ রান তাড়া করতে নেমে ১১ রানের মধ্যে ওপরের সারির তিন ব্যাটারকে হারায় লখনউ। ৪ রান করে আউট হন কুইন্টন ডি কক। দেবদূত পাডিকাল রান করার আগেই আউট হন। ১ রান করেন আয়ুস বাদনি।

চতুর্থ উইকেটে অধিনায়ক লোকেশ রাহুল ও দীপক হুডা যোগ করেন ৪৯ রান। হুডা ২৬ রান করে ফিরে গেলে নিকোলাস পুরানকে নিয়ে আরো ৮৫ রান যোগ করেন রাহুল। হাফসেঞ্চুরির পর ৪৪ বলে ৫৮ করে আউট হন অধিনায়ক। 

 

এরপর দ্রুত ফেরেন মার্কাস স্টইনিস। পুরান হাফসেঞ্চুরি তুলে নিলেও দলকে জেতাতে পারেননি। ৪১ বলে ৬৪ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন পুরান। টেন্ট বোল্ট দুটি উইকেট নেন।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন