মস্কোয় হামলা: রাশিয়ায় জাতীয় শোক পালন

মস্কোর ক্রোকাস সিটি হলে চালানো নৃশংস হামলায় হতাহতের ঘটনায় গতকাল রবিবার জাতীয় শোক পালিত হয়েছে রাশিয়ায়। গত শুক্রবারের এই হামলায় ১৩৩ জন নিহত এবং ১৪০ জনের বেশি আহত হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম রাশিয়া ২৪ বলেছে, এই অমানবিক ট্র্যাজেডিতে যাঁরা স্বজন হারিয়েছেন, তাঁদের সঙ্গে শোক পালন করছে পুরো দেশ।

 

এদিকে হামলার ঘটনায় আটক সন্দেহভাজন এক ব্যক্তির বরাতে রুশ সংবাদমাধ্যম আরটি দাবি করেছে, হামলা চালানোর জন্য তাকে পাঁচ লাখ রুবল (৫৪০০ ডলার) দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে এই দাবি করে আটক ব্যক্তি। তার বক্তব্যের ভিডিও চিত্র টেলিগ্রামে পোস্ট করেছেন রুশ সংবাদমাধ্যম আরটির এডিটর-ইন-চিফ মারগারিতা সিমোনিয়ান।

রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় সরাসরি জড়িত সন্দেহে আটক চারজনের কেউই রাশিয়ার নাগরিক নয়।

তবে তারা কোন দেশের নাগরিক, তা নিশ্চিত করা হয়নি। এ ছাড়া সহযোগী হিসেবে আটক সাতজনের বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। এর আগে রুশ আইন প্রণেতা আলেক্সান্দার কাইনেস্তিন জানান, গত শুক্রবার রাতে গাড়িতে চড়ে পালানোর সময় ইউক্রেন সীমান্তবর্তী ব্রাইয়ানস্ক অঞ্চল থেকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। ক্রেমলিনের দাবি, গাড়িটিতে তাজিকিস্তানের কয়েকটি পাসপোর্ট, পিস্তল ও স্বয়ংক্রিয় রাইফেলের ম্যাগাজিন পাওয়া গেছে।

 

উল্লেখ্য, একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল মধ্য এশিয়ার মুসলিম অধ্যুষিত দেশ তাজিকিস্তান।কয়েকটি সংবাদমাধ্যমে সন্দেহভাজন চার হামলাকারীকে তাজিকিস্তানের নাগরিক উল্লেখ করে সংবাদ প্রকাশিত হয়। তবে হামলার সঙ্গে তাজিকিস্তানের নাগরিকদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। 

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন