ঈদ যাত্রা: দ্বিতীয় দিনে আড়াই ঘণ্টায় ট্রেনের ১৪ হাজার টিকিট বিক্রি

ঈদ যাত্রার ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিনে প্রথম আড়াই ঘণ্টায় ১৪ হাজার টিকিট বিক্রি হয়েছে। আজ সোমবার বিক্রি হয় ৪ এপ্রিলের পশ্চিমাঞ্চলের টিকিট। আর দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি। সকাল সাড়ে ১০টায় কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার এ তথ্য জানান।

 

 

তিনি বলেন, সকাল আটটায় ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের টিকিটগুলো ওপেন হয়েছে। সর্বশেষ সাড়ে দশটায় আমরা যে তথ্য পেয়েছি, তাতে ১৪ হাজার টিকিট বিক্রি হয়েছে। দুপুর দুইটায় পূর্বাঞ্চলের টিকিটগুলো ওপেন হবে। পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোতে প্রায় ১৬ হাজার আসন সংখ্যা ছিল।

 

তিনি বলেন, আজকে ৪ এপ্রিলের টিকিট দেওয়া হয়েছে। এ বছর ঢাকা থেকে ছেড়ে যাওয়া আন্তঃনগর ৪২ জোড়া ট্রেনের টিকিট দুই পর্যায়ে দেওয়া হচ্ছে। ঈদ উপলক্ষে এই অগ্রিম টিকিট সম্পূর্ণ অনলাইনে বিক্রি হবে। 

এবার মোবাইলফোনে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে টিকিট দেওয়া হচ্ছে৷ ঈদযাত্রাকে সুষ্ঠু রাখার জন্য সকল ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি৷ 

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, আগামীকাল ২৬ মার্চ পাওয়া যাবে ৫ এপ্রিলের টিকিট, ৬ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৭ মার্চ।

এ ছাড়া ৭ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৮ মার্চ, ৮ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৯ মার্চ ও ৯ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ৩০ মার্চ।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন