জিবিনিউজ 24 ডেস্ক //
বয়স পঞ্চাশ। কিন্তু এখনো বলিউড অভিনেত্রী তাবুর বিয়েই হলো না। তবে জন্মদিনে জানালেন, কেন, কি কারণে বিয়ে করেননি।
বিয়ে না করার জন্য তাবু পুরো দোষ চাপিয়েছেন অজয় দেবগণের ঘাড়ে। বলেছেন, অজয় আর আমি পরস্পরকে ২৫ বছর ধরে চিনি। আমার আত্মীয় সমীর আর্যর প্রতিবেশী আর বন্ধু ছিল ও। তখন বড় হচ্ছিলাম, তখন থেকে আমরা বন্ধু। ছোটবেলায় সমীর আর অজয় আমায় চোখে চোখে রাখতো, কোনো ছেলে আমার সঙ্গে কথা বললেই তাকে ধরে ঠ্যাঙাতো। তারা ভীষণ জ্বালাতন করতো, তাদের ভয়ে কেউ আমার সঙ্গে মিশতে পারতো না।
তিনি আরো বলেন, আজ আমি সিঙ্গেল শুধু অজয়ের জন্য। একদিন নিজের ভুল বুঝতে পেরে দুঃখিত হবে।
তাবু ও অজয়কে এক সঙ্গে প্রথম দেখা যায় বিজয়পথ ছবিতে। এর আগেও অভিনেত্রী বলেছেন, বিয়ে করে জীবনে থিতু হওয়ার জন্য সকলের ওপর চাপ থাকে। তার ওপর ছিল না বললে মিথ্যে বলা হবে। কিন্তু প্রত্যেকের পরিস্থিতি আলাদা হয়, তিনি নিজের একা থাকা সেই পরিস্থিতির ওপর ছেড়েছেন।
মীরা নায়ারের আ স্যুটেবল বয়-তে তব্বুকে অল্পদিন আগে দেখা গিয়েছে। তার বিপরীতে ছিলেন বলিউডে অল্পদিন আগে পা রাখা ঈশান খট্টর।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন