ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

gbn

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা

ঐতিহ্যবাহী পুরান ঢাকার অরাজনৈতিক সমাজকল্যাণমূলক স্বেচ্ছাসেবী যুব সংগঠন "ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম" এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলেম-ওলামা ও মাদরাসার ছাত্রদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

আজ মঙ্গলবার (২৬ মার্চ) রাজধানীর মাদরাসাতুন নূর লালবাগ-এ পুরান ঢাকার অরাজনৈতিক সমাজকল্যাণমূলক সেচ্ছাসেবী যুব সংগঠন "ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম" এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলেম-ওলামা ও মাদরাসার ছাত্রদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

উক্ত দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইমাম সমাজ বাংলাদেশ এর সিনিয়র যুগ্ম মহাসচিব, সিরাজামমুনিরা (এসি) জামে মসজিদ এর ইমাম ও খতীব আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি তাসলিম আহমাদ, ইমাম সমাজ বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব ও মৌলভীবাজার জামে মসজিদ এর ইমাম ও খতীব হাফেজ মাওলানা মুফতি শামসুল হক ওসমানী, লালবাগ চান তাঁরা জামে মসজিদ এর ইমাম ও খতীব হাফেজ মাওলানা মুফতি আব্দুল লতিফ মাদানী, লালবাগ কেল্লা জামে মসজিদ এর ইমাম ও খতীব হাফেজ মাওলানা যুবায়ের আহমাদ, ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম এর সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মীর রফিকুল ইসলাম বিল্লু, ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম এর প্রতিষ্ঠা সাবেক সভাপতি লায়ন মোঃ আশরাফ আলী, চৌরঙ্গী মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ মোঃ কবির হোসেন, ঢাকা ইয়ুথ ক্লাব ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী সিনিয়র সহ-সভাপতি সোহাগ মহাজন প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম এর প্রতিষ্ঠা সভাপতি লায়ন মোঃ আশরাফ আলী, সভাপতি নূর মোহাম্মদ, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসাইন, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার কাজী মুহাঃ আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক মৃধা, মোঃ বিপ্লব হোসেন, সাংগঠনিক সম্পাদক আলী জাবেদ, সহ-সাংগঠনিক সম্পাদক সুলতান আহমাদ, কোষাধ্যক্ষ মোঃ ফায়সাল, দপ্তর সম্পাদক আসিফ বাপ্পি, প্রচার সম্পাদক মোঃ সোহেল রানা, সমাজকল্যাণ সম্পাদক হাজী হাফেজ সিফাত হুসাইন, ক্রীড়া সম্পাদক হাজী মোঃ ওয়াসিম আক্তার, কার্যনির্বাহী সদস্য মোঃ সজিব হাসান, মোঃ নাঈম হাসান , রবিউল ইসলাম আশিক, আসলাম পারভেজ রিয়াদ।

ইফতার পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় "ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম" এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক এই শুভকামনা করে বক্তারা বলেন, " ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম দীর্ঘ পাঁচ বছর ধরে মানবসেবা করে যাচ্ছে। তাদের এই কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে অনে্ক যুবক ভাইয়েরা এগিয়ে আসছে। আগামীতে আরো অগ্রণী ভূমিকা পালন করবে ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম।"

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন