১৫ বারের চেষ্টায় অবশেষে সফল জর্জিয়া। অবশেষে কোন মেজর টুর্নামেন্টে খেলতে যাচ্ছে তারা। ইতিহাস গড়ে ইউরো চ্যাম্পিয়নশিপের মূল পর্বে নাম লিখিয়েছে জর্জিয়া। প্লে-অফের ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন গ্রিসকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো এই প্রতিযোগিতার মূল পর্বে জায়গা করে নিয়েছে তারা।
প্লে-অফের বাধা পেরিয়ে তাদের সঙ্গী হয়েছে ইউক্রেন ও পোল্যান্ড।
'সি' গ্রুপের প্লে-অফে গ্রিস ও জর্জিয়ার মধ্যকার নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ছিল গোল শূন্য সমতায়। তবে টাইব্রেকারে বাজিমাত করেছে জর্জিয়া, তারা জিতেছে ৪-২ ব্যবধানে। মূল পর্বে 'এফ' গ্রুপে খেলবে জর্জিয়া।
এই গ্রুপে আগে থেকেই আছে সাবেক দুই চ্যাম্পিয়ন পর্তুগাল ও তুরস্ক। অন্য প্রতিপক্ষ চেক রিপাবলিক।
কার্ডিফে পোল্যান্ড ও ওয়েলসের ম্যাচ শেষ হয়েছে টাইব্রেকারের রোমাঞ্চের পর। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ছিল গোল শূন্য সমতায়।
এরপর টাইব্রেকারে পোল্যান্ডের জয় ৫-৪ গোলে। মূল আসরে 'ডি' গ্রুপে খেলবে পোলিশরা। তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, অস্ট্রিয়া ও ফ্রান্স।
আরেক প্লে-অফে আইসল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে মূল পর্বে পা দিয়েছে ইউক্রেন। যদিও শুরুতে এগিয়ে গিয়েছিল আইসল্যান্ডই।
কিন্তু দ্বিতীয়ার্ধে ভিক্টর শিঙ্কভ ও মুরদিকের গোল ইউক্রেনকে নিয়ে গেছে মূল আসরে। 'ই' গ্রুপে ইউক্রেনের প্রতিপক্ষ বেলজিয়াম, স্লোভাকিয়া ও রোমানিয়া। আগামী ১৪ জুন জার্মানিতে শুরু হবে ইউরো চ্যাম্পিয়নশিপের লড়াই। এই তিন দলের অংশ নেওয়া নিশ্চিত হওয়ায় চূড়ান্ত হয়েছে ২৪টি দল।
গ্রুপ
গ্রুপ এ: জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইজারল্যান্ড
গ্রুপ বি: স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি, আলবেনিয়া
গ্রুপ সি: স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া, ইংল্যান্ড
গ্রুপ ডি: নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ফ্রান্স, পোল্যান্ড
গ্রুপ ই: বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া, ইউক্রেন
গ্রুপ এফ: তুরস্ক, জর্জিয়া, চেক প্রজাতন্ত্র, পর্তুগাল।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন