মার্কিন শেয়ারবাজারে চমক দেখাল ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’

gbn

গত ৩০ বছরের মধ্যে প্রথমবারের মতো ট্রাম্পের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘ট্রুথ সোশ্যাল’ শেয়ারবাজারে অন্তর্ভুক্ত হলো। এরপর ট্রেডারদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসে প্রতিষ্ঠানটির শেয়ার।

সিএনএনের খবরে বলা হয়েছে, ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের প্রতিষ্ঠানটির শেয়ারবাজারে আসার সঙ্গে সঙ্গে দাম ৫৬ শতাংশ বেড়ে ৭৮ ডলারে এসে যায়। এই পর্যায়ে ঝুঁকি এড়াতে ট্রুথ সোশ্যালের শেয়ারের বেচাবিক্রি বন্ধ করে দেওয়া হয়।

কিছুক্ষণ পর আবার বেচাবিক্রি শুরু হলে এর দাম কিছুটা কমে ৭০ ডলারের আশপাশে এসে দাঁড়ায়, যা ১৬ শতাংশ দর বৃদ্ধির হারে ৫৭.৯৯ ডলারে দিন শেষ করে। দিন শেষে দরপতনের সম্মুখীন হলেও প্রথম দিনের কেনাবেচা শেষে বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে ট্রুথ সোশ্যালের মূল্যমান দাঁড়িয়েছে ১১ বিলিয়ন ডলার।

 

ইউনিভার্সিটি অব ফ্লোরিডার ওয়ারিংটন কলেজ অব বিজনেসের ফিন্যান্স প্রফেসর জে রিটার ট্রুথ সোশ্যালের শেয়ারের এই দর বৃদ্ধি নিয়ে বলেছেন, ‘এটি খুব অস্বাভাবিক বাজার পরিস্থিতি। স্টকটির এই দর বৃদ্ধি বাজারের মৌলিকতার পরিপন্থী।

’ তিনি বলেন, ‘এর দাম দুই ডলারের বেশি হওয়ার কথা নয়, ৫৮ ডলারের আশপাশে হওয়ার তো প্রশ্নই ওঠে না।’

 

শুধু ট্রাম্পের হাতেই বর্তমানে কম্পানিটির ৭৯ মিলিয়ন শেয়ার রয়েছে। দিন শেষে যার বাজারমূল্য দাঁড়িয়েছে ৪.৬ বিলিয়ন ডলার। ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় এবং গুজব ও উসকানিমূলক বক্তব্য প্রচারের দায়ে বর্তমান এক্স (সাবেক টুইটার) ও ফেসবুক সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়।

এ প্রেক্ষাপটে ২০২২ সালে ট্রাম্প নিজেই ‘ট্রুথ সোশ্যাল’ নামে নতুন একটি সামাজিক যোগাযোগ মাধ্যম চালু করেন। 

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন