হুট করেই অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছেন বাংলাদেশ কোচ চন্দিকা হাতুরাসিংহে। তাঁর পরিবার সেখানকার সিডনিতে থাকে। পরিবারের একজন সদস্যের অসুস্থতার কারণে দ্রত সিডনির ফ্লাইট ধরছেন তিনি।
তাই ৩০ মার্চ থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে নাজমুল হোসেন শান্তরা তাঁদের হেড কোচকে পাচ্ছেন না বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তাঁর জায়গায় সহকারী কোচ নিক পোথাস দায়িত্ব পালন করবেন বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
দুই ম্যাচের টেস্ট সিরিজে এর মধ্যে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। সিলেটে প্রথম টেস্টে লঙ্কানদের কাছে বেশ বাজেভাবে হেরেছে স্বাগতিকরা। ঘুরে দাঁড়ানো টেস্টের আগে হাতুরাসিংহের না থাকা নিশ্চিতভাবে বড় ধাক্কা বাংলাদেশ দলের জন্য।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন