যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের একাধিক জায়গায় এক ব্যক্তির ছুরিকাঘাতে চারজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছে। রকফোর্ড শহরের ফ্লোরেন্স স্ট্রিটের একটি বাড়িতে ও বাইরের রাস্তায় এই হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলাকারী ২২ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রকফোর্ড সিটি পুলিশ এক বিবৃতিতে বলেছে, বুধবার বিকেলে ছুরি হামলার ঘটানাটি ঘটে।
এক সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে। কী কারণে হামলা চালানো হয়েছে তা জানা যায়নি। পুলিশ জানিয়েছে, নিহতদের একজন ১৫ বছরের কিশোরী, ৬৩ বছরের বৃদ্ধা, ৪৯ বছরের এক ব্যক্তি এবং ২২ বছরের এক তরুণ। পুলিশ আরো জানায়, সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যাওয়ার পথে এক তরুণী ও এক নারীর হাতে এবং মুখেও ছুরিকাঘাত করেছেন।
তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পাঁচজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
রকফোর্ড পুলিশ প্রধান কার্লা রেড বলেন, নিহতদের সবাই ছুরিকাঘাতের শিকার নন, আবার কেউই গুলিবিদ্ধ হননি। তাই হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।
আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সঙ্গে অন্য কোনো হামলাকারী ছিল কি না, তা নিশ্চিত নয়।
এদিকে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন রকফোর্ড শহরের মেয়র টম ম্যাকনামারা। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘নিহতের পরিবারের প্রতি আমার সমবেদনা। এটা আমাদের সবার জন্য একটি বিশাল ধাক্কা।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন