পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৮ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়েকে ক্রিকেট দল। ৩ মে শুরু দুই দলের মাঠে লড়াই। এই সিরিজ সৌম্য সরকারের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সাদা বলের ক্রিকেটে নিয়মিত হলেও এই বাঁহাতি ব্যাটারকে ছাড়া দল দিতে হবে নির্বাচকদের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, বাঁ-হাঁটুতে পাওয়া চোটে ঠিকঠাক হাঁটতে পারছেন না সৌম্য। তার সেরে উঠতে পাঁচ সপ্তাহ সময় লাগতে পারে। এরপর পুনর্বাসন প্রক্রিয়া মিলিয়ে মাঠে ফিরতে আরো সময় অপেক্ষা করতে হবে সৌম্যকে। এজন্য আসন্ন জিম্বাবুয়ে সিরিজে এই অলরাউন্ডকে বিবেচনায় রাখছেন না নির্বাচকরা।
শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ফিল্ডিং করতে গিয়ে এই চোট পান সৌম্য। এরপর আর মাঠে ফিরতে পারেননি। চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শেষ দিকে সৌম্যকে খেলাতে পারবে কিনা, এমন নিশ্চয়তাও দিতে পারেনি তার দল প্রাইম ব্যাংক।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন