কিছুদিন ধরে ফুটবল পাড়ায় চলা গুঞ্জনই সত্যি হলো। বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেলেন সাইফুল বারী টিটু। এক বছরের জন্য দায়িত্ব নিচ্ছেন তিনি। গত বছরের জুলাইয়ে পল স্মলি চলে যাওয়ার পর এই পদ ফাঁকা ছিল।
গত কয়েক মাস নারী জাতীয় দলের দায়িত্ব পালন করা অভিজ্ঞ এই কোচকে বেছে নিল ফুটবল ফেডারেশন।
কয়েক দিন আগেই এই পদের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাংলাদেশ থেকে শুধু আবেদন করেছিল সাইফুল বারীই। এ ছাড়া আবাহনীর সাবেক ক্রোয়েশিয়ান কোচ দ্রাগো মামিচ, বিকেএসপির সাবেক টেকনিক্যাল ডিরেক্টর রেপার, ব্রাদার্সের সাবেক কোচ রেজা পার্কাসসহ আরো সাতজন বিদেশি আবেদন করেছিলেন ওই পদে।
তবে বাফুফের প্রথম পছন্দ সাইফুল বারীই।
কিছুদিন আগে ঘটা করে বাফুফের এলিট একাডেমির দায়িত্ব দেওয়া হয় ব্রিটিশ পিটার বাটলারকে। তবে তিন মাস পরই এই ব্রিটিশ কোচকে এখন একাডেমি থেকে সরিয়ে নারী দলের দায়িত্ব দেওয়া হয়েছে। আর নারী দল নিয়ে কাজ করা সাইফুল বারীকে দেওয়া হলো টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন