বিয়ে করে ফেললেন কোরিয়ান তারকা লি সাং ইয়ব

দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন কোরিয়ান তারকা লি সাং ইয়ব। বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে বিয়ের খবর নিজেই জানিয়েছেন অভিনেতা। গত বছরের শেষ ভাগে বিয়ের ঘোষণা দিয়েছিলেন ‘ওয়ানস এগেইন’ অভিনেতা লি সাং ইয়ব।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লি সাং ইয়ব লিখেছেন, ‘আমি অসাধারণ এক বন্ধুকে পেয়েছি, যার সঙ্গে বাকি জীবন কাটিয়ে দিতে চাই।

 

কোরিয়ান সংবাদমাধ্যম অনুসারে, হঠাৎ চুপিসারেই রবিবার (২৪ মার্চ) সিউলের জামসিলে বিয়ে সেরেছেন অভিনেতা। বিয়েতে শুধু দুই পরিবারের সদস্য আর বন্ধুরা উপস্থিত ছিলেন। নিজের বউয়ের নাম অবশ্য এই মুহূর্তে প্রকাশ করতে চাচ্ছেন না ইয়ব। শুধু জানিয়েছেন, পাত্রী তারকা জগতের কেউ নন।

 

 

1

লি সাং ইয়বের বিয়ের ছবি

এদিকে প্রিয় তারকার বিয়ের খবরে ইনস্টাগ্রাম পোস্টে বিয়ের শুভ কামনা জানালেও ভেঙে পড়েছেন ইয়বভক্তরা। বহু নারী ভক্ত জানিয়েছেন, তাদের মন ভেঙে গেছে। যদিও তারা জানতেন, খুব শিগগিরই বিয়ে করতে চলেছেন এ অভিনেতা। গত বছরের শেষদিকে বিয়ের ঘোষণার মাত্র কয়েক মাসের মধ্যে বিয়ে করলেন ইয়ব।

 

 

কোরিয়ার ছোট পর্দার জনপ্রিয় তারকা লি সাং ইয়ব। ২০০৭ সালে টিভি ড্রামা সিরিজ ‘আ হ্যাপি উইমেন’ দিয়ে কাজ শুরু করেন। জনপ্রিয় এ তারকা দেড় দশকের ক্যারিয়ারে ভক্তদের উপহার দিয়েছেন ‘ওয়ানস এগেইন’, ‘দি ইনোসেন্ট ম্যান’, ‘গুড কাস্টিং’সহ বেশ কয়েকটি আলোচিত টিভি সিরিয়াল।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন