ইতালির ভিসা নিয়ে সিলেটিদের জন্য সুখবর

ইতালি একটি প্রাচীন দেশ। যার রয়েছে উজ্জ্বল ইতিহাস। ভূমধ্যসাগরের তীরে গড়ে ওঠা এ দেশের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের সবসময় বিমোহিত করে। সেখানে বাংলাদেশিদের একটি বিশাল কমিউনিটি রয়েছে। তাছাড়া অনেক বাংলাদেশি সেখানে রয়েছেন বছরের পর বছর, করছেন ব্যবসা কিংবা জড়িত আছেন নানান পেশায়। তাই বাংলাদেশিদের সেখানে যাওয়ার ঝোঁক বহু পুরনো। ইউরোপের দেশ হওয়াতে সিলেটিদেরও রয়েছে বেশ আগ্রহ। 

 

 

 

তবে গত কয়েকদিন পূর্বে ইতালির ভিসা নিয়ে ভোগান্তি পোহাতে হয়েছে সিলেটিদের। দেশটিতে গমনেচ্ছু সিলেটিরা পাচ্ছিলেন না ভিএফএসের অ্যাপয়েন্টমেন্ট। তবে ভোগান্তি লাঘবে প্রতিষ্ঠানটিকে নির্দেশনা দিয়েছে ইতালির দূতাবাস। বুধবার (২৭ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দূতাবাস।

 

নিয়মানুযায়ী ইতালি গমনেচ্ছু বাংলাদেশিদের দেশটিতে যাওয়ার অনুমোদন আসার পর ঢাকায় দেশটির দূতাবাসে পাসপোর্ট জমা দিতে ভিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নি‌তে হয়।  তবে অতি সম্প্রতি ভিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে গিয়ে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে বাংলা‌দে‌শি গমনেচ্ছুদের। তাদের অভিযোগ, সহজেই মিলছে না ভিএফএসের অ্যাপয়েন্টমেন্ট।

 

 

নতুন এই নির্দেশনায় বলা হয়েছে, ভিএফএস গ্লোবালকে ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকিং পদ্ধতি পরিবর্তন করার নির্দেশ দিয়েছে দূতাবাস। সেই সঙ্গে বৈধ নুলাওস্তাসহ (ওয়ার্ক পারমিট) ভিসা অ্যাপয়েন্টমেন্টকারীরা মেয়াদ শেষ হওয়ার আগে আবেদন করতে পারবে। দয়া করে ধৈর্য ধরুন এবং ম‌নে রাখ‌বেন ভিসার জন্য বুকিং স্লট নিতে কোনো চার্জ লাগবে না।

 

 

অপরদিকে, আগের দিন মঙ্গলবার (২৬ মার্চ) ভিএফএস গ্লোবাল তা‌দের ও‌য়েবসাই‌টে জানায়, ইতা‌লি দূতাবাসের নির্দেশ অনুসারে, ভিএফএস গ্লোবাল ভিসার অনুরোধ ফাইল করার জন্য একটি নতুন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুকিং পদ্ধ‌তি নি‌য়ে কাজ কর‌ছে। এ পদ্ধ‌তি‌তে জরুরি প্রয়োজনে সব আবেদনকারীদের সেই অনুযায়ী একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করার অনুমতি দেবে।

 

নতুন এই নিয়ম কয়েক দিনের মধ্যে কার্যকর ও সর্বজনীন হবে এবং এটি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে এ বিষ‌য়টি বিজ্ঞাপ‌নের মাধ্যমে জানা‌নো হ‌বে। এতে ভোগান্তি কমবে সিলেটসহ ইতালি গমনেচ্ছু বাংলাদেশিদের।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন