আজ শুক্রবার (২৯ মার্চ) ছিল চলচ্চিত্র তারকা সিয়াম আহমেদের জন্মদিন। আর তিনি আজকের দিনটিকেই বেছে নিলেন নতুন ছবির ঘোষণার জন্য। শানখ্যাত নির্মাতা এম রাহিমের নতুন ছবি ‘জংলি’তে অভিনয় করবেন তিনি।
এ দিন ছবির ঘোষণার পাশাপাশি প্রকাশ করা হয়েছে ফার্স্টলুক পোস্টারও।
সেখানে দেখা যাচ্ছে, সিয়ামের পরনে লুঙ্গি, ঠোঁটে তামাক পাতা, বাঁ হাতে দিয়াশলাই কাঠি, পেছনে আগুনের লেলিহান শিখা। পুড়ছে দোকান, পায়ের নিচে তুমুল আক্রোশের শিকার হওয়া কারো দেহ, চোখেমুখে প্রতিশোধের স্পৃহা। ডান হাতে রক্তাক্ত মঙ্গুজ ব্যাট। হাতের ওপর বসে থাকা একটি কাক, কাকের লাল চোখ জন্ম দিচ্ছে কৌতুহলের।
চোখ জুড়ে আক্রোশ!
এমন আঙ্গিকে প্রকাশিত হলো ‘জংলি’ সিনেমার অ্যানাউন্সমেন্ট পোস্টার। একেবারেই ভিন্ন এক অবতারে দেখা মিলল সিয়াম আহমেদের।
পরিচালক জানান, আসছে ঈদুল আজহার জন্য নির্মিত হচ্ছে ‘জংলি’ ছবিটি। এতে নামভূমিকায় অভিনয় করছেন সিয়াম আহমেদ।
সিনেমাটি নির্মিত হয়েছে ফিলম্যান ও এমআইবি স্টুডিওজ প্রোডাকশনের ব্যানারে। এটি প্রযোজনা করেছেন এম আতিকুর রহমান।
ছবিটিতে আর কে কে অভিনয় করেছেন তা এখনো জানা যায়নি।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন