ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের জন্মদিন ছিল বৃহস্পতিবার (২৮ মার্চ)। সেদিন দেশ ও দেশের বাইরের এই নায়কের ভক্তরা শুভেচ্ছা জানিয়েছেন তাকে। বাদ যায়নি তাঁর দুই সন্তানও। তাঁর বড় ছেলে আব্রাম খান জয়ের মা চিত্রনায়িকা অপু বিশ্বাস।
ছোট ছেলে শেহজাদ খান বীরের মা চিত্রনায়িকা শবনম বুবলী। দুই সন্তানই তাদের বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ফেসবুকে।
এর মাঝেই দেখা গেল, ছোট ছেলের সঙ্গে জন্মদিনের কেক কাটছেন শাকিব খান। সামাজিক মাধ্যমে প্রকাশ হওয়া ছবিতে দেখা গেল এমন দৃশ্য।
ছেলে বীরের সঙ্গে জন্মদিনে শাকিবের খুনসুটি
শুক্রবার (২৯ মার্চ) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে কিছু ছবি পোস্ট করেন বুবলী। সেখানে শাকিব খানকে তার ছোট ছেলের সঙ্গে কেক কাটতে দেখা যায়। কেকটিতে একটি ছবিও রয়েছে। যে ছবিতে দেখা যাচ্ছে, বীরকে কোলে নিয়ে আছেন তার বাবা।
পাশাপাশি দেখা যায় ছেলের সঙ্গে বেশ খুনসুটিতে মেতে উঠেছেন শাকিব খান।
এদিকে শাকিবের জন্মদিনে প্রকাশ পেয়েছে তাঁর আসন্ন চলচ্চিত্র তুফানের ফার্স্টলুক পোস্টার। যেখানে শাকিব খান ধরা দিয়েছেন অন্য রকম লুকে। তাতেই নড়েচড়ে বসেছেন শাকিব ভক্তরা। ফার্স্টলুকে দেখা যায় বুক খোলা সাদা শার্টের ওপর কালো কোট পরে আছেন শাকিব।
সোফায় বসে সিগারেটে টান দিচ্ছেন। মাথাভর্তি এলোমেলো চুল নেমে এসেছে কাঁধ অবধি। এক পা ভাঁজ করে রেখেছেন আরেক পায়ের হাঁটুতে। পাশে রাখা রাইফেল। এমন দুর্ধর্ষ লুক প্রকাশের পর থেকেই ভক্তরা শাকিবের এই লুককে বলিউডের তারকা রণবীরের লুকের সঙ্গে তুলনা করছেন।
রায়হান রাফির পরিচালনায় ‘তুফান’ সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ, আলফা আই ও দেশের একটি ওটিটি প্ল্যাটফরম।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন