একজনকেই বিয়ে করেছেন জোড়া লাগা ২ বোন

১৯৯৬ সালে দ্য অপরাহ উইনফ্রে শো এবং লাইফ ম্যাগাজিনের কভারে উপস্থিতির মাধ্যমে বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেন অ্যাবি ও ব্রিটানি নামের যমজ দুই বোন। তাদের শরীর এক হলেও মস্তিষ্ক সম্পূর্ণ আলাদা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই যমজ দুইবোন তিন বছর আগে গোপনে বিয়ে করেছেন মার্কিন সেনা সদস্য জোশ বোলিংকে। তবে তাদের স্বামী একজনই।

 

জোশ বোলিং-এর ফেসবুকে পোস্ট করা একটি ২০ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানে দম্পতি নাচ ও চুম্বন করছেন। সেখানে অ্যাবি ও তার বোন সাদা স্লিভলেস ব্রাইডাল গাউন পরে আছেন।

অ্যাবিগেল লোরেন হেনসেল ও ব্রিটানি লি হেনসেল যুক্তরাষ্ট্রের মিনেসোটার বাসিন্দা। ১৯৯০ সালে জন্মগ্রহণ করেন তারা।

একই শরীরে দুটি মাথা থাকলেও তাদের মস্তিষ্ক আলাদা। তাদের ইচ্ছা-অনিচ্ছা, চিন্তাভাবনা আলাদা, খাবারের প্রতি ভালোবাসাও আলাদা। এ ছাড়াও  হৃত্‍পিণ্ড, পিত্তাশয় এবং পাকস্থলি আলাদা। তাই ক্ষুধাও আলাদা আলাদা সময়ে পায়।

জন্মের সময় তাদের বাবা-মা প্যাটি ও মাইক তাদের সন্তানদের আলাদা করার সিদ্ধান্ত নেননি। কারণ চিকিৎসকরা তখন বলেছিলেন, তাদের আলাদা করলে বাঁচানো যাবে না। অ্যাবি ও ব্রিটানি বর্তমানে সংসার করছেন এবং পাশাপাশি শিক্ষকতা করছেন। 

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন