বলিউডের তিন প্রজন্মের তিন রমণী একসঙ্গে এক ফ্রেমে আসার পর থেকেই বেশ আলোচনায় ছিল ‘ক্রু।’ টাবু, কারিনা ও কৃতি অভিনীত বহুল প্রত্যাশিত চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে ২৯ মার্চ। আর মুক্তির প্রথম দিনই বেশ সাড়া ফেলেছে এটি। মুক্তির প্রথম দিনই ভারতে ১০ কোটি রুপির বেশি আয় করে নিয়েছে ‘ক্রু’।
বেশ ভালো উদ্বোধনী আয়ের সঙ্গে রেকর্ড তালিকায়ও নাম তুলেছে ‘ক্রু’। ২০২৪ সালের প্রথম তিন মাসের হিসাবে সিনেমাটি ইতিমধ্যে প্রথম দিনের আয়ে সেরা তিনের তালিকায় জায়গা করে নিয়েছে। এ বছর হৃতিক-দীপিকার ‘ফাইটার’ ও অজয়-মাধবনের ‘শয়তান’-এর পর প্রথম দিনে সর্বোচ্চ আয় করা তৃতীয় চলচ্চিত্র এটি। ‘ফাইটার’ এ বছর মুক্তির প্রথম দিন ২৪.৬০ কোটি এবং ‘শয়তান’ মুক্তির প্রথম দিন ১৫.২১ কোটি রুপি আয় করেছে।
সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ক্রু’ ১০.২৮ কোটি রুপি আয় করে এখন তালিকার তৃতীয় স্থানে।
প্রথম দিনের আয়ের প্রাথমিক হিসাবে বিশ্বব্যাপী প্রায় ২০ কোটি রুপি আয় করে নিয়েছে ‘ক্রু’।
‘ক্রু’র একটি দৃশ্য
এদিকে মুক্তির পর দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়াচ্ছে ‘ক্রু’। টাবু, কারিনা ও কৃতি স্যানন―তিনজনই সিনেমাটির প্রাণ হিসেবে নিজেদের আধিপত্য দেখিয়েছেন।
সেই সঙ্গে কপিল শর্মা ও দিলজিত দোসাঞ্ঝের ক্যামিও চরিত্রও নজর কেড়েছে দর্শকদের। হাস্যরস ও ডার্ক টুইস্টে ভরপুর সিনেমাটি বক্স অফিসে হিট হতে যাচ্ছে বলেই অনুমান করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা।
রাজেশ কৃষ্ণান পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছেন একতা কাপুর, অনিল কাপুর, রিয়া কাপুর ও বিগবিজয় পুরোহিত। মূল ভূমিকায় অভিনয় করেছেন টাবু, কারিনা কাপুর, কৃতি স্যানন। আরো রয়েছেন শাশ্বত চ্যাটার্জি ও শেহনাজ গিলের মতো তারকা।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন