লোকসভা নির্বাচন : পশ্চিমবঙ্গে মমতার প্রচারণা শুরু আজ থেকে

আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারণা শুরু করতে যাচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রবিবার কৃষ্ণনগর থেকে তাঁর প্রচারণা শুরু হবে বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী সপ্তাহে রাজ্যের উত্তরবঙ্গে একটানা প্রচারণা চালানোর কথা রয়েছে মমতার। ৩ থেকে ৮ এপ্রিল সেখানে অবস্থান করে প্রচারণায় অংশ নেবেন তিনি।

 

আগামী ১৯ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফায় পশ্চিমবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি ও আলীপুরদুয়ারে ভোট হবে। গত নির্বাচনে উত্তরবঙ্গে একটি আসনও পায়নি তৃণমূল কংগ্রেস। তাই এবার সেখানে কয়েকটি আসন পেতে মরিয়া মমতার দল। পাঁচ দিনের উত্তরবঙ্গ সফরে সভার পাশাপাশি জনসংযোগও করতে পারেন মমতা।

 

দ্বিতীয় দফায় ২৬ এপ্রিল ভোট হবে দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট লোকসভায়। তৃতীয় দফায় ৭ মে ভোট হবে মালদহ উত্তর ও দক্ষিণ এবং মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা আসনে।

সূত্র জানায়, সফরসূচি অনুযায়ী উত্তরবঙ্গ থেকে ফিরে মুখ্যমন্ত্রী বালুরঘাটে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের প্রচারে যাবেন। এই আসনে জোরালো প্রচারণা চাইছেন তৃণমূলের নেতারা।

 

কারণ ২০১৯ সালে সেখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে হেরে গিয়েছিলেন তৃণমূলের প্রার্থী অর্পিতা ঘোষ। কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী অনলবর্ষী বক্তা মহুয়া মৈত্রের সমর্থনে মুখ্যমন্ত্রীর জনসভা সফল করতে তৃণমূল নেতাকর্মীরা ব্যাপক তৎপর। সূত্র বলছে, চতুর্থ দফায় আগামী ১৩ মে কৃষ্ণনগর লোকসভা আসনে অনুষ্ঠেয় ভোটকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীকে আরো একটি প্রচারসভা করার অনুরোধ জানানো হবে।

নির্বাচন কমিশনে গেল বিজেপি

পশ্চিমবঙ্গের মালদহে তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনে অভিযোগ করেছে বিজেপি। উত্তর মালদা বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি উজ্জ্বল দত্ত অভিযোগ করেন, সরকারি গেস্ট হাউসে নির্বাচনী রণকৌশল ঠিক করতে বৈঠক করেছে তৃণমূল।

জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি সরকারি গেস্ট হাউসে বৈঠকের কথা স্বীকার করে নিলেও নির্বাচনী বিধি ভঙ্গের বিষয়টি মানতে চাননি।

 

সম্প্রতি মালদহ জেলা পরিষদের গেস্ট হাউসে বিনয় সরকার অতিথি আবাসে তৃণমূলের রণকৌশল বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিমসহ তৃণমূল কংগ্রেসের মালদহ জেলার দুই লোকসভার প্রার্থী এবং নির্বাচন কমিটির সদস্যরা। কিন্তু নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পর সরকারি ভবনে দলীয় বৈঠক করা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন