ম্যানসিটি-আর্সেনালের ড্রয়ে শীর্ষেই রইল লিভারপুল

gbn

ব্রাইটনকে ২-১ গোলে হারিয়ে দিনের শুরুতে শীর্ষে বসেছিল লিভারপুল। শেষ ভাগে এসে অলরেডদের আর সরাতে পারেনি ম্যানচেস্টার সিটি কিংবা আর্সেনাল। কারণ এই দুই দলের মুখোমুখি লড়াই শেষ হয়েছে গোল শুন্য সমতায়। তাতে ২৯ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে বসেছে ইয়ুর্গেন ক্লপের দল।

সমান ম্যাচে ৬৫ পয়েন্ট গানারদের, আছে দুইয়ে। আর তিনে থাকা সিটিজেনদের পয়েন্ট ৬৪। 

 

সিটিকে হারিয়ে শীর্ষে ওঠার সুযোগ কাজে লাগাতে পারল না মিকেল আরতেতার দল। ইতিহাদে সিটিজেনরা আক্রমণে এগিয়ে থাকলেও লক্ষ্যভেদ করতে পারেনি।

গানাররা রক্ষণ রেখছিল জমাট। 

 

ঠাঁসা গ্যালারির সামনে বলের দখল ছিল পেপ গার্দিওলার পায়েই কিন্তু আর্লিং হালান্ডরা আক্রমণে ছিল বিবর্ণ। গোলের জন্য ১২টি শট নিয়েও লক্ষ্যে রাখতে পারে মাত্র একটি।  বিপরীতে গানাররা ছয় শটের দুটিই রেখেছিল অন টার্গেটে।

 

 

আন্তর্জাতিক বিরতির আগে লিভারপুলের সঙ্গেও ড্র করেছিল ম্যানসিটি। আর আট ম্যাচ পর পয়েন্ট হারাল আর্সেনাল। লিগের বাকি আছে আরো ৯টি ম্যাচ। শেষ দিকে এসে ত্রিমুখী লড়াই আরো জমে উঠল। তবে লিভারপুল এখন সুবিধাজনক অবস্থানেই রইল।

বাকি ম্যাচে পথ না হারালেই শিরোপা জেতার দারুণ সুযোগ তাদের সামনে।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন