চট্টগ্রামে চলছে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনের খেলা। তবে টেস্টের বাকি সময় দলের অভিজ্ঞ ক্রিকেটার ও সাবেক অধিনায়ক দিনেশ চান্দিমালকে পাচ্ছে না শ্রীলঙ্কা। জরুরী পারিবারিক প্রয়োজনে আজ মঙ্গলবার দুপুরেই দেশের বিমান ধরবেন চান্দিমাল।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে চান্দিমালের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।
বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, জরুরী পারিবারিক কারণে দেশে ফিরতে স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন এই ক্রিকেটার। দুঃসময়ে তাঁকে সমর্থন জানিয়েছেন লঙ্কান বোর্ড, তাঁর সতীর্থ ও কোচিং স্টাফরা।
তবে ঠিক কি কারণে দেশে ফিরছেন চান্দিমাল তা জানায়নি লঙ্কান বোর্ড। জানা গেছে পরিবারের এক সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।
যে কারণেই পাশে থাকতে দেশে ফিরছেন তিনি। তবে এই মুহূর্তে তাঁর পরিবারকে সম্মান জানিয়ে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করেছে এসএলসি।
টেস্টের দুই দিন বাকি থাকলেও চান্দিমালের অবশ্য দুই ইনিংসেই ব্যাটিং করা শেষ। প্রথম ইনিংসে ১০৪ বলে ৫৯ রান করেন চান্দিমাল।
দ্বিতীয় ইনিংসে গতকাল ৭ বলে ৯ রান করে আউট হন।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন