জাপানের বক্স অফিসে ওপেনহাইমারের দাপট

বহু চড়াই-উতরাই পার করে অবশেষে জাপানে মুক্তি পেয়েছে অস্কারজয়ী চলচ্চিত্র ‘ওপেনহাইমার’। মুক্তির পর থেকেই জাপানের বক্স অফিসে দাপট দেখাচ্ছে সিনেমাটি। ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে, ক্রিস্টোফার নোলানের চলচ্চিত্রটি জাপানের বক্স অফিস চার্টে তৃতীয় স্থানে রয়েছে। জাপানে মুক্তির প্রথম সপ্তাহান্তে এটি ২.৫ মিলিয়ন ডলার আয় করেছে।

সারা দেশের ৩৪৩টি প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে।

 

প্রতিবেদন অনুসারে, জেসন মোমোয়ার ‘অ্যাকোয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম’-এর ১.৬ মিলিয়ন এবং ‘ডুন ২’-এর ১.৩ মিলিয়নের উদ্বোধনী সপ্তাহের আয়কে ছাড়িয়ে গেছে ‘ওপেনহাইমার’।

ইউনিভার্সাল পিকচার্স অনুসারে, ক্রিস্টোফার নোলানের সিমোটি জাপানে হলিউড ফিল্মের জন্য ২০২৪ সালের সবচেয়ে বড় উদ্বোধনী আয় দেখিয়েছে। জাপানের স্থানীয় চলচ্চিত্রগুলির মধ্যে হরর ফ্লিক ‘স্ট্রেঞ্জ হাউজ’ এবং অ্যানিমেটেড মুভি ‘হাইকিউ’ বক্স অফিস চার্টের শীর্ষ দুটি অবস্থানে রয়েছে।

এর পরেই রয়েছে ‘ওপেনহাইমার’।

 

1

জাপানে মুক্তি পেয়েছে ‘ওপেনহাইমার’

বিশ্বব্যাপী মুক্তির আট মাসেরও বেশি সময় পর জাপানে মুক্তি পেয়ে দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে ‘ওপেনহাইমার’। হলিউডের আর কোনো চলচ্চিত্র এতটা দীর্ঘ সময় পর জাপানে মুক্তি পায়নি। তবে ‘ওপেনহাইমার’-এর গল্প পারমাণবিক বোমার জনক রবার্ট জে. ওপেনহাইমারকে ঘিরে হওয়ায় জাপানে সিনেমাটির মুক্তিতে বাধা আসে।

 দীর্ঘ আলোচনার পর শুক্রবার (২৯ মার্চ) সিনেমাটি মুক্তি পেয়েছে দেশটিতে। তবে ‘ওপেনহাইমার’ দেখে বেশ সন্তোষজনক প্রতিক্রিয়া দেখা গেছে জাপানিদের মাঝে। সিনেমাটি দেখে অধিকাংশ দর্শক সন্তুষ্টি প্রকাশ করেছেন। কারো মতে, ‘ওপেনহাইমার’-এর গল্প অবশ্যই দেখা উচিত সবার। কেউ বা বলছেন, অস্কারজয়ী ‘ওপেনহাইমার’ জাপানিরা নির্দ্বিধায় দেখতে পারেন।

 

৭৯ বছর আগে আমেরিকান বিজ্ঞানী ‘ওপেনহাইমার’-এর পারমাণবিক অস্ত্র দিয়েই জাপানের দুটি শহর ধ্বংস করা হয়েছিল। হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা পারমাণবিক বোমার সেই ক্ষত আজও বয়ে বেড়াচ্ছে জাপান। মনের সেই দগদগে ক্ষত নিয়েই ‘ওপেনহাইমার’ দেখছে জাপানবাসী। আর ‘ওপেনহাইমার’ যে পছন্দও করেছেন জাপানিরা, তা বক্স অফিসের রিপোর্ট দেখেই অনুমান করা যাচ্ছে।

২০২৩ সালে মুক্তির পরপরই বিশ্ব বক্স অফিসে ব্যাপক দাপট দেখিয়েছে ‘ওপেনহাইমার’। ‘বার্বি’র মতো এন্টারটেইনার চলচ্চিত্রের সঙ্গে একই সময় মুক্তি পেয়েও সিনেমাটি বক্স অফিসে দুর্দান্ত আয় করেছে। ১০০ মিলিয়ন বাজেটে তৈরি অস্কার বিজয়ী সিনেমাটি বর্তমানে বিশ্বব্যাপী ৯৫৬ মিলিয়নেরও বেশি আয় করে নিয়েছে।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন