জিবিনিউজ 24 ডেস্ক //
চিত্রনায়ক বাপ্পি চৌধুরী চুক্তিবদ্ধ হলেন। হলেন খবরের শিরোনামও। সিনেমার জন্য প্রস্তুতিও নিলেন। কিন্তু কি থেকে কী হল, সিনেমা থেকে সরে দাঁড়ালেন বাপ্পি। তারপর চিত্রনায়ক সাইমন সাদিক চুক্তিবদ্ধ হলেন। এবার তিনিও সরে গেলেন। সবশেষ চুক্তিবদ্ধ হলেন আসিফ ইমরোজ।
এমনটাই ঘটেছে দেলোয়ার জাহান ঝন্টুর নতুন সিনেমা ‘তুমি আছো-তুমি নেই’ এর নায়ক নির্বাচনের ক্ষেত্রে। প্রথমে নায়ক বাপ্পি চৌধুরী ও নায়িকা প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে সিনেমাটি নির্মাণ করা কথা জানান নির্মাতা ঝন্টু। মুহূর্তের মধ্যেই খবরটি ‘টক অব টলিউড’-এ পরিণত হয়। নভেম্বরের শুরুতে এ সিনেমার চিত্রায়ণ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ খবর এলো- সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন বাপ্পি চৌধুরী।
একদল বলছে, বাপ্পি বাদ পড়েছেন। অন্যদল বলছেন, বাপ্পি সরে দাঁড়িয়েছেন। আসলে কি? জানতে চাইলে বাপ্পি বলেন, আমি আসলে আরেকটি সিনেমার জন্য চুল ছোট করেছিলাম। যার কারণ এ সিনেমার লুকের সঙ্গে আমার বর্তমান লুক যাচ্ছিল না। তাই পরিচালককে বলেছিলাম, কিছুদিন অপেক্ষা করে কাজটি শুরু করতে। তিনি রাজি হচ্ছিলেন না। তাই, আমি কাজটি ছেড়ে দিয়েছি।
বাপ্পি সরে দাঁড়ানোর পর এ সিনেমায় দীঘির বিপরীতে রাজি করানো হয় চিত্রনায়ক সাইমন সাদিককে। এ নিয়েও সংবাদ প্রকাশ হয়েছিল। কিন্তু হঠাৎ করেই খবর পাওয়া গেল- সিনেমাটি করছেন না সাইমন। কেন এ সিনেমাটি ছেড়ে দিলেন? প্রশ্নের উত্তর জানতে যোগাযোগ করা হয় নায়কের সঙ্গে। কিন্তু পাওয়া যায়নি তাকে।
বাপ্পি-সাইমন সরে দাঁড়ানোর ফলে প্রযোজকের ক্ষতি হয়েছে বলে দাবি করেন এ সিনেমার প্রযোজক সিমি। তার ভাষায়, ‘ওরা চলে গেছে, ওদের ব্যাড লাক। আর যে আসবে তারই গুড লাক।’ সবশেষ এ সিনেমায় নায়ক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন আসিফ ইমরোজ। সিনেমাটি কি তার জন্য সুখকর হবে? সেটি সময়ই বলে দিবে। তবে, এই সিনেমায় সুযোগ পাওয়াকে ‘ড্রিম কাম ট্রু’ হিসেবে উল্লেখ করেছেন আসিফ। তার ভাষায়, ‘দেলোয়ার জাহান ঝন্টু স্যারের মতো এত বড় একজন পরিচালকের কাজ করা, এটা আসলে স্বপ্নের থেকে কম না। অনেক উর্ধ্বে।’
দু্ইবার নায়ক পরিবর্তন হলেও এখনও অপরিবর্তিত আছে সিনেমার নায়িকা। এতবার নায়ক পরিবর্তন, কি মনে হচ্ছে প্রজেক্টটি? জানতে চাইলে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রার্থনা ফারদিন দীঘি। ওদিকে, সিনেপাড়ায় আলোচনা চলছে ‘তুমি আছো-তুমি নেই’ সিনেমাটি নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তাপ ছড়াচ্ছেন সিনেমাটির প্রযোজক ও পরিচালক। যে সিনেমার শুরুতেই এত জল ঘোলা তার শেষটা কি হয়, সেটি দেখার অপেক্ষায় ঢালিউডবাসী।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন