মোহাম্মদ সেলিম ইউ এ ই প্রতিনিধি//
কুলাউড়া সমিতি সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (১ এপ্রিল ২০২৪) সারজা বাংলাদেশ সমিতি বঙ্গবন্ধু হলে এই ইফতার পার্টির আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আব্দুল লতিফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিপন মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের দূতালয় প্রধান আশফাক হোসাইন । প্রধান বক্তা ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএই সভাপতি হাজী আব্দুল করিম সিআইপি।
বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার সাবেক সাধারণ সম্পাদক সিআইপি সালেহ আহমদ, কুলাউড়া সমিতির প্রধান উপদেষ্টা আব্দুল মতিন, প্রধান পৃষ্টপোষক মুছব্বির আলী বাদশাহ, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম লিটন তালুকদার,উপদেষ্টা জালাল উদ্দিন মন্তর, উপদেষ্টা ক্বারী আবু রুকিয়ান, সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদের সভাপতি এম এ কুদ্দুস খা মজনু, কুলাউড়া সমিতির পৃষ্ঠপোষক আলিম উদ্দিন, পৃষ্ঠপোষক মোহিত আহমদ শামীম, পৃষ্ঠপোষক মোজাহিদুল ইসলাম, সভাপতি মসুদ আলী প্রমুখ। উপস্থিত ছিলেন সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক দেলেওয়ার হোসেন চৌধুরী, বাংলাদেশ সমিতির কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ,কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি মোহাম্মদ আলী সোহেল,জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি জুবায়ের আহমদ,কুলাউড়া সমিতির যুগ্ম সম্পাদক এমদাদুল হক নাসির,যুগ্ন সম্পাদক নিজাম আহমেদ,দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস,লিটন মজুমদার আন্তর্জাতিক বিষয় সম্পাদক, জাহিদ হাসান বাবলু তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, খোকন আহমদ, লোকমান হোসেন,জানে আলম,জসিম উদ্দিন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আশরাফ খান ইরন ও পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ শেখ মিজানুর রহমান। পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন