সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের ব্যাটিংয়ের যে হাল, আজই চট্টগ্রাম টেস্টের ফল দেখে ফেললে অবাক হওয়ার কিছু থাকতো না। বিশেষ করে বাংলাদেশের সামনে লক্ষ্য যখন ৫১১ রান। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েও কোনোরকমে চতুর্থ দিন কাটিয়ে দিয়েছে স্বাগতিকরা। ৭ উইকেটে ২৬৮ রান নিয়ে আগামীকাল শেষ দিন আবার ব্যাটিং শুরু করবে বাংলাদেশ।
আগামীকাল টেস্ট জিততে শ্রীলঙ্কার কাজটা বেশ সহজ। তুলে নিতে হবে বাংলাদেশের তিন উইকেট। আর অসম্ভবের সামনে দাঁড়িয়ে থাকা বাংলাদেশকে টেস্ট জিততে করতে হবে আরো ২৪৩ রান। উইকেটে আছেন মেহেদী হাসান মিরাজ (৪৪*) ও তাইজুল ইসলাম (১০*)।
এর আগে ছোট ছোট কয়েকটি জুটি হলেও সেগুলো বড় করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। বিশেষ করে সাকিব আল হাসানের সঙ্গে লিটন দাসের জুটি। ৬১ রানের জুটিতে শ্রীলঙ্কার ওপর কিছুটা হলেও চাপ তৈরি করেছিল বাংলাদেশ। সাকিব আউট হলে এই জুটি ভাঙে।
৩৬ রানে তাঁকে ফেরান কামিন্দু মেন্ডিস। টেস্ট ক্রিকেটে এটা কামিন্দুর প্রথম উইকেট।
এরপর আর চার রান যোগ করে আউট হন লিটন দাসও। লাহিরু কুমারার বলে পুল করতে গিয়ে উইকেটকিপার কুশল মেন্ডিসের গ্লাভসে ধরা পড়েন লিটন। ৩৮ রান করেন তিনি।
থিতু হয়ে আউট হয়েছেন শাহাদাত হোসেন দিপু। কামিন্দুর দ্বিতীয় শিকারে পরিণত হয়ে ১৫ রান করে আউট হন শাহাদাত।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন