প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধ অব্যাহত থাকাকালীন কাতার ভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন নেটওয়ার্ক আলজাজিরার স্থানীয় অফিস বন্ধ করে দেবেন। স্থানীয় সময় গতকাল সোমবার তিনি এ কথা জানান। তিনি বলেন, তার জোট সরকার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে নিরাপত্তা ঝুঁকি হিসেবে বিবেচিত বিদেশি সংবাদ মাধ্যমগুলো বন্ধ করার আইন পাস করবে।
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, এমন ধরনের বিদেশি গণমাধ্যম সাময়িকভাবে বন্ধ করতে একটি বিল তোলা হয়।
বিলটির অনুমোদন দেয় নেসেট। এটা পাস হলে, নেতানিয়াহু এবং নিরাপত্তা মন্ত্রিসভা ৪৫ দিনের জন্য ইসরায়েলে অবস্থিত টিভি চ্যানেলের অফিস বন্ধ করতে পারবে। যা মেয়াদ শেষে আবার অনুমোদন করা যাবে। এ ছাড়া জুলাইয়ের শেষ পর্যন্ত বা গাজায় বড় সামরিক অভিযান শেষ না হওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।
আল জাজিরা ইসরায়েলে সকল অভিযোগ অস্বীকার করেছে। ইসরায়েলের নিরাপত্তার ক্ষতি করছে, এমন অভিযোগ ‘বিপজ্জনক এবং হাস্যকর মিথ্যা’ বলে অভিহিত করেছে চ্যানেলটি। এই ধরনের অভিযোগ সাংবাদিকদের ঝুঁকির মধ্যে ফেলছে বলেও জানায় তারা। সোমবার এক বিবৃতিতে কাতার সরকারের অর্থায়নে পরিচালিত আলজাজিরা ইসরায়েলের এই পদক্ষেপ ‘বাড়াবাড়ি’ বলে অভিহিত করেছে।
সেখানে আরো বলা হয়, ‘আলজাজিরাকে নীরব করার জন্য ইসরায়েলের ধারাবাহিক আক্রমণের অংশ এটি।’
আলজাজিরা গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেছে। চব্বিশ ঘণ্টা গাজাজুড়ে পুরো যুদ্ধের চিত্র বিশ্ববাসীর জন্য তুলে আনছে। ইসরায়েলি কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে চ্যানেলটির বেশ কয়েকজন সাংবাদিককে হত্যা করেছে বলেও অভিযোগ রয়েছে। যাদের মধ্যে সামের আবু দাক্কা এবং হামজা আল দাহদুহ, উভয়েই যুদ্ধের সময় গাজায় নিহত হয়েছিলেন।
তবে ইসরাইল বলেছে তারা সাংবাদিকদের টার্গেট করে না।
ইসরায়েলের যোগাযোগমন্ত্রী শ্লোমো কারাই ইসরায়েলের বিরুদ্ধে শত্রুদের উৎসাহিত করার জন্য আল জাজিরাকে অভিযুক্ত করেছেন। তিনি বলেন, ‘আলজাজিরা ইসরায়েলের বিরুদ্ধে শত্রুতাকে উৎসাহিত করছে। আমাদের সরকারি প্রেস অফিস থেকে পরিচয়পত্র নিয়ে আমাদের বিরুদ্ধে কাজ করবে, এমন একটি গণমাধ্যমেক কোনোভাবে সহ্য করা যায় না। বিশেষ করে যুদ্ধের সময় তো আরো না।’
ইসরায়েলি সরকারের এই পদক্ষেপের সমালোচনা করেছে প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। সংবাদপত্রের স্বাধীনতা বজায় রাখতে বিদেশি গণমাধ্যম খুব গুরুত্বপূর্ণ বলে দেশটি জানিয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, “যদি এটা সত্য হয়, তাহলে এই ধরনের পদক্ষেপ উদ্বেগজনক।”
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন