আমাদের নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি বুলবুল আহমেদ জানান:- নবীগঞ্জে আর্তমানবতার সেবায় প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এম এ গফুর চৌধুরী কল্যাণ ট্রাষ্টের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। প্রতি বছরের ন্যায় মঙ্গলবার ২২ রমজান উপজেলার কুর্শী ইউনিয়নের সরকার বাড়িতে প্রায় তিনশতাধীক লোককে ইফতার করানো হয়েছে। এ সময় সরকার বাড়ির সকল মুর্দেগানের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন, হাফেজ মৌলানা মাসুক মিয়া। এম এ গফুর চৌধুরী কল্যান ট্রাষ্টের বর্তমান সভাপতি লুৎফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক মুজিবুর রহমান সেফু, আবুল কালাম মিঠু, ১০নং দেবপাড় ইউপির ইউপি সদস্য বশির আহমদ, এ.টি.এম ইউনুস মিয়া চৌধুরী, তোফাজ্জুল হোসেন চৌধুরী, তাহিরপুর মাদ্রাসার শিক্ষক মো: আব্দুল কাদির, আবুল মিয়া, ছোটন শিকদার, সাংবাদিক এম মুজিবুর রহমান, দৈনিক কালের কণ্ঠের নবীগঞ্জ প্রতিনিধি মো: আলমগীর মিয়া, সাংবাদিক বুলবুল আহমেদ, সাগর মিয়া, গোলেমান খাঁন, মোঃ রাহি চৌধুরী, সুমন চৌধুরী, ব্যবসায়ী হাসান মাহদুদ চাইম, মামুন চৌধুরী, আকাব উদ্দিন মিয়া, মো: ছালেহ আহমেদ,
শ্রমিক নেতা দিলখাছ, আব্দুল হালিম, কালাম মিয়া, রুজু মিয়া, সাদিক মিয়া, ব্যবসায়ী শাহ আশরাফ আলী, আবুল কালাম, নেফু মিয়া, বদরুল মিয়া, ডাক্তার রুহেল আহমদ, সিভিল ইঞ্জিনিয়ার জুনাঈদ আহমদ, হুমাউন আহমদ প্রমূখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন