আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না বেন স্টোকস। স্টোকস নিজের এই সিদ্ধান্তের কথা টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
চোট থেকে পুরোপুরি সেরে উঠে ভবিষ্যতে পূর্ণাঙ্গ অলরাউন্ডার হিসেবে খেলতেই এই সিদ্ধান্ত নিয়েছেন স্টোকস।
এই লক্ষ্য সামনে রেখে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডারহামের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলবেন তিনি। এই কারণে স্টোকস আইপিএল থেকেও নাম সরিয়ে নেন। ইসিবির দেওয়া বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, 'আমি কঠোর পরিশ্রম করছি এবং বোলিং ফিটনেস ফিরে পেতে সেদিকে পুরো মনোযোগ দিচ্ছি, যাতে ভবিষ্যতে সব ধরনের ক্রিকেটে অলরাউন্ডার হিসেবে খেলতে পারি।'
তিনি আরো যোগ করেন, 'আইপিএল এবং বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেওয়া আশা করি এমন একটি ত্যাগ হবে, সেটা ভবিষ্যতে আমাকে অলরাউন্ডার হয়ে ফিরতে সাহায্য করবে।
সম্প্রতি ভারতে টেস্ট সফর প্রমাণ করেছে বোলিং থেকে আমি কতটা পিছিয়ে আছি বিশেষ করে হাঁটুর অস্ত্রোপচার এবং নয়মাস বোলিং থেকে দূরে থাকা। গ্রীষ্ম শুরুর আগে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডারহামের হয়ে খেলার জন্য আমি উন্মুখ হয়ে আছি৷ আমি জস (বাটলার) ও মট (ম্যাথু মট) এবং পুরো দলকে শিরোপা ধরে রাখার জন্য শুভকামনা জানিয়ে রাখছি।'
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন