হারের ষোলোকলা পূর্ণ করে শেষ করল বাংলাদেশ

ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও ব্যাটিং ব্যর্থতা সঙ্গী হয়েছে বাংলাদেশের মেয়েদের। ব্যতিক্রম হয়নি আজ শেষ টি-টোয়েন্টিতেও। অস্ট্রেলিয়ার মেয়েদের ১৫৫ রানের জবাবে বাংলাদেশ অলআউট মাত্র ৭৮ রানে। তাতে অস্ট্রেলিয়ার মেয়েরা ম্যাচ জিতেছে ৭৭ রানে।

ফলে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে প্রথমবার বাংলাদেশ সফরে আসা অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও ম্যাচ জিততে ব্যর্থ বাংলাদেশ।

 

আজ লক্ষ্যটা নাগালের মধ্যে থাকলেও বাংলাদেশ ম্যাচ হেরে যায় প্রথম দশ ওভারে। এই সময় ৩৬ রানে পাঁচ উইকেট হারায় স্বাগতিক মেয়েরা। প্রথম পাঁচ ব্যাটার দিলারা আক্তার (১২), মুর্শিদা খাতুন (১), স্বর্ণা আক্তার (০), রিতু মণি (১০), রাবেয়া খান (১) কেউই অস্ট্রেলিয়ার মেয়েদের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি।

 

ব্যাটিং অর্ডারে আজ নিচে নেমে খেলেছেন অধিনায়ক নিগার সুলতানা। সাতে নেমে তাঁর ৩২ রানের ইনিংস পরাজয়ের ব্যবধান কমিয়েছে শুধু। বাংলাদেশকে গুটিয়ে দেওয়া শুরুটা স্পিনার অ্যাশলে গার্ডনার ও পেসার মেগান স্কট করলেও এদিন অস্ট্রেলিয়ার মেয়েদের সেরা বোলার টায়লা ভ্ল্যামিংক। চার ওভারে মাত্র ১২ রান তিন উইকেট নিয়েছেন এই পেসার।

 

এর আগে প্রথম দুই ম্যাচের তুলনায় বেশ আঁটসাঁট বোলিং করেও অস্ট্রেলিয়ার মেয়েদের অল্পতে আটকাতে পারেনি বাংলাদেশ। ফিল্ডিংটা আরেকটু নিখুঁত না হওয়ার কারণেই সেটা হয়নি। পাওয়ার প্লের শেষ ওভারে বেত মুনি আউট হওয়ার আগে ওপেনিং জুটি থেকে ৩৯ রান তুলে অস্ট্রেলিয়া। সিরিজজুড়ে ব্যাট খুব একটা কথা না বলা মুনি আজ আউট হয়েছেন ১০ রানে।

তবে আরেক ওপেনার এলিসা হিলি ২৯ বলে ৬ চার ও ২ ছক্কায় ৪৫ রানের ইনিংস খেলেছেন।

দলীয় ৬২ রানে হিলি আউট হওয়ার পর মাঝের সময়টাতে বেশ হিসেবি বোলিং করেছেন বাংলাদেশের বোলাররা। তাতে সাফল্যও মেলে। ১০০ রানের আগে তাই আরো তিন উইকেট পড়ে অস্ট্রেলিয়ার। এলিসা পেরি ও অ্যাশলে গার্ডনারকে ফেরান বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।

 

জর্জিয়া ওয়ারেহ্যাম স্টাম্পড হন লেগ স্পিনার রাবেয়া খানের বলে। তবে ষষ্ঠ উইকেটে ৫৭ রান যোগ করে আবার বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেন তাহলিয়া ম্যাকগ্রা ও গ্রেস হ্যারিস। শেষ ওভারে হ্যারিস ১৯ রানে রান আউট হলে দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করে অপরাজিত থাকে তাহলিয়া।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন