ঘুমিয়ে ছিলেন ঘরে, উড়িয়ে নিল ঝড়! মৃত্যু

চীনের দক্ষিণাঞ্চলীয় জিয়াংসি প্রদেশে টাইফুনের আঘাতে অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতের মধ্যে তিনজন তাদের সুউচ্চ ভবনের অ্যাপার্টমেন্টে ঘুমিয়ে ছিলেন। কিন্তু তীব্র বাতাসের তোড়ে জানালা দিয়ে ভবনের নিচে পড়ে গিয়ে নিহত হন। 

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় রবিবার ভয়াবহ ঝড় শুরু হয়।

ঝড়ের দমকা হাওয়ায় ওই উঁচু ভবনের দুটি অ্যাপার্টমেন্টের বড় জানালা ভেঙে উড়ে যায়। এ সময় নিজেদের বিছানায় ঘুমিয়ে ছিলেন তিনজন। ভাঙা জানালা দিয়ে প্রবেশ করা তীব্র বাতাসের তোড়ে তারা জানালা দিয়ে ভবনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

 

 

জিয়াংসির প্রাদেশিক জরুরি বন্যা নিয়ন্ত্রণ সদর দপ্তর থেকে জানানো হয়, ৩১ মার্চ থেকে চলমান এই দুর্যোগপূর্ণ ঝোড়ো আবহাওয়া জিউজিয়াং ও নানচাংসহ মোট ছয়টি শহরের ওপর দিয়ে বয়ে যায়। এতে মোট ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানান, বুধবার পর্যন্ত প্রদেশে সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করা  গিয়েছে এবং ৫৫২ জনকে জরুরিভাবে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

ঝড়ে মোট দুই হাজার ৭৫১টি বাড়ি বিধ্বস্ত হয়েছে এবং প্রায় ১৫০ মিলিয়ন ইউয়ান সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে চীনা আবহাওয়া অফিস ভয়াবহ ঝড়ের সতর্কতা জারি করেছে। 

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন