স্বামীর গানের ভিডিওতে মডেল স্ত্রী, ভিউ ছাড়াল ১ কোটি

বছরখানেক আগে নায়িকা আঁচল বিয়ের খবর প্রকাশ্যে আনেন। বিয়ে করেন তরুণ সংগীতশিল্পী সৈয়দ অমিকে। বিয়ের পর অবশ্য তাঁর গানে মডেল হয়েছেন নতুন করে। চলতি বছরের শুরুতে অমি নিয়ে আসেন ‘মাতাল’ শিরোনামের একটি মিউজিক ভিডিও।

এতে অভিনয় করেছেন চিত্রনায়িকা আঁচল আঁখি। গানটি প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলে। খুব কম সময়ে দর্শক-শ্রোতাদের মধ্যে গানটি ছড়িয়ে যায়। ইউটিউবে গানটি এ এক কোটি দর্শক দেখেছেন।

প্রতিনিয়ত বাড়ছে এর ভিউ। অন্যান্য মাধ্যমে জনপ্রিয় হয়েছে গানটি।

 

তারই ধারাবাহিকতায় অমির নিজস্ব ইউটিউব চ্যানেলে চাঁদ রাতে আসছে নতুন আরো একটি গান-ভিডিও। শিরোনাম ‘বেবি কথা ছুইনা যাও’।

পুরান ঢাকার কথার গানটির কথা ও সুর গায়কের। এবারও গানটিতে মডেল হয়েছেন আঁচল। গানটির সংগীতায়োজন করেছেন এ এম ফরহাদ, কোরিওগ্রাফি করেছেন হাবিবুর রহমান। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন শুভ্র মেহরাজ।

 

‘মাতাল’র সাফল্যে প্রসঙ্গে আঁচল-অমি বলেন, সব মিলিয়ে গানটি ইউটিউবে ১০ মিলিয়ন মানুষ দেখেছে।

তাদের এই ভালোবাসায় আমরা অভিভূত। একটি কাজ যখন মানুষের কাছে পৌঁছয় এবং তাদের পছন্দের তালিকায় যুক্ত হয় সেই অনুভূতি ব্যক্ত করা যায় না। এটি নতুন কাজের অনুপ্রেরণা দেয়।

 

নতুন গান প্রসঙ্গে সৈয়দ অমি বলেন, “এই প্রথম পুরান ঢাকার ভাষায় গান লিখেছি। গানের কথায় পুরান ঢাকার অনেক ঐতিহ্য তুলে ধরা হয়েছে। তবে গানের শুটিং আমরা পুরান ঢাকায় করিনি। কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কে শুটিং করেছি। আমার বিশ্বাস ‘মাতাল’ গানের মতো এই গানটিও জনপ্রিয়তা পাবে।”

জানা গেছে, ‘বেবি কথা ছুইনা যাও’ গানটিতে আঁচল হাজির হচ্ছেন কোটিপতির বাপের আদরের মেয়ের চরিত্রে। ওয়েস্টার্ন লুক, লন্ডন আমেরিকা বিভিন্ন দেশে ঘুরতে পছন্দ করেন। অন্যদিকে সৈয়দ অমি খাঁটি পুরান ঢাকার ছেলে।

এ ছাড়াও আসন্ন ঈদে অমির আরো কয়েকটি গান মুক্তি পাচ্ছে। তার মধ্যে অন্যতম জসিম উদ্দিন জাকির পরিচালিত আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক, শবনম বুবলী ও রোশান অভিনীত ‘মায়া : দ্য লাভ’ সিনেমার ‘তুমি ছাড়া চাই না কিছু’ অন্যতম। বুধবার সন্ধ্যায় গানটি মুক্তি পেয়েছে। এই গানটি নিয়েও বেশ আশাবাদী সৈয়দ অমি।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন